আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ৪:৩৯
নোয়াখালী:- সম্প্রতি নোয়াখালীতে সহিংসতার ঘটনায় গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয় বেগমগঞ্জ উপজেলার আমানউল্যাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ও বিএনপি নেতা মো. বাহারুল আলম সুমনকে। পরে কারাগার থেকেই নির্বাচনে অংশ নেন তিনি। বৃহস্পতিবার দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে তিনি ৩ হাজার ১০৬ ভোট পেয়ে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী নুরুল হুদা পেয়েছেন ২ হাজার ৮৯১ ভোট।
অপরদিকে নৌকার প্রার্থী আরিফুর রহমান মাহমুদ ১ হাজার ৭০৫ ভোট পেয়ে চতুর্থ অবস্থানে রয়েছেন। বৃহস্পতিবার রাতে বেগমগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. রাহাত তানভীর চৌধুরী বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন।
জানা যায়, চৌমুহনীতে সাম্প্রদায়িক হামলার মামলায় গত ১৫ দিন আগে আমানউল্যাপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো. বাহারুল আলম সুমনকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। সুমন গ্রেপ্তারের পর তার অনুসারীরা নির্বাচনী প্রচারণা চালিয়ে যান।।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |