আজ মঙ্গলবার | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ৯:০৮
তৌহিদুল ইসলাম তালুকদার লায়নর,স্টাফ-রিপোর্টার ঃ
জয়পুরহাটের কালাই উপজেলার বিএনপি’র পাঁচ ইউনিয়ন আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় বিএনপি’র কালাই উপজেলা শাখার আহবায়ক মো. ইব্রাহীম হোসেন ও বিএনপি’র কালাই উপজেলা শাখার যুগ্ম-আহবায়ক মো. মৌদুদ আলম-এর স্বাক্ষরিত এ আহবায়ক কমিটি বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়। কালাই উপজেলা বিএনপি’র পাঁচ ইউনিয়ন আহ্বায়ক কমিটিগুলো হলো:- উপজেলার মাত্রাই, উদয়পু, পুনট, জিন্দারপুর ও আহম্মেদাবাদ।
উপজেলার মাত্রাই ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক কমিটি হলো:-
মো. আতাউর রহমান তালুকদার খসরু’কে আহ্বায়ক এবং মো. জাহিদুল ইসলাম জাহিদ’কে যুগ্ম-আহবায়ক করে আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
উদয়পুর ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক কমিটি হলো:-
মো. ইউনুছ আলী’কে আহবায়ক এবং মো. আব্দুল আলিম’কে যুগ্ম-আহবায়ক করে আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
পুনট ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক কমিটি হলো:-
মো.সাইদুর রহমান দুলা’কে আহবায়ক এবং মো. আনিছুর রহমান সরকার’কে যুগ্ম-আহবায়ক, মো. মাহমুদুল হাসান এলান’কে যুগ্ম-আহবায়ক ও মো. শাহিনুর রহমান শাহীন’কে যুগ্ম-আহবায়ক করে আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
জিন্দারপুর ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক কমিটি হলো:-
মো. ইয়াকুব আলী ফকির’কে আহবায়ক এবং মো. মোফাকখায়রুল ইসলাম চৌধুরী রতন’কে যুগ্ম-আহবায়ক করে আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
আহম্মেদাবাদ ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক কমিটি হলো:-
মো.তাজ উদ্দীন আহম্মেদ’কে আহবায়ক এবং মো.মাহবুবুর রহমান’কে যুগ্ম-আহবায়ক ও মো. বজলুর রহমান’কে যুগ্ম-আহবায়ক করে আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় এ বিষয়টি নিশ্চিত করে বিএনপি’র কালাই উপজেলা শাখার যুগ্ম-আহবায়ক মো. মৌদুদ আলম বলেন, দলকে শক্তিশালী, গতিশীল, আন্দোলনমুখী এবং বেগম খালেদা জিয়া ও তারুণ্যের অহংকার তারেক রহমান হাতাকে শক্তিশালী করার লক্ষ্যে আমরা কালাই উপজেলার বিএনপি’র পাঁচ ইউনিয়ন আহবায়ক কমিটি অনুমোদন দিয়েছি। এ আহ্বায়ক কমিটি উপজেলার পাঁচ ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের বিএনপি’র নেতা-কর্মীদের সঙ্গে একাধিকবার আলাপ আলোচনা করে আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। এ আহ্বায়ক কমিটিতে ত্যাগী ও দুঃসময়ের নেতাকর্মীদের মূল্যায়ন করা হয়েছে। আর যাঁরা আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে চলেন, তাঁদেরকে এই আহবায়ক কমিটিতে রাখা হয়নি। আশা করছি এ নতুন আহ্বায়ক কমিটি আগমী দিনে যোগ্য ও ত্যাগী নেতাকর্মীদের নিয়ে সব ওয়ার্ড কমিটি গঠন করবেন।
Dhaka, Bangladesh মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:38 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |