আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ১১:২১
আবুবকর সিদ্দিক,জয়পুরহাট:- জয়পুরহাটের কালাইয়ে রাস্তা পারাপারের সময় দ্রæতগামী মোটরসাইকেলের ধাক্কায় নজরুল ইসলাম (৭৬) নামের একজন পথচারী ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে জয়পুরহাট-বগুড়া মহাসড়কের হাজীপাড়া মোড় এলাকায় নির্মাণাধীন হাইটেক পার্কের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত নজরুল ইসলাম কালাই উপজেলার হাজীপাড়া গ্রামের মৃত নইমুদ্দিনের ছেলে। আহত মোটরসাইকেল চালক শান্ত ইসলাম (২০) জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার ভান্ডারী পুর গ্রামের জহুরুল ইসলামের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, নিহত নজরুল ইসলাম নিজ বাড়ি থেকে নিজের গরুকে ঘাস খাওয়ানোর জন্য মাঠে ঘাস কাটতে যাচ্ছেন। এ সময় জয়পুরহাট-মোকামতলা আঞ্চলিক মহাসড়কের হাজিপাড়া মোড় এলাকায় নির্মাণাধীন হাইটেক পার্কের কাছে রাস্তা পার হচ্ছিলেন। এমন সময় জয়পুরহাট থেকে বগুড়াগামী দ্রæতগামী একটি মোটরসাইকেল ওই বৃদ্ধকে ধাক্কা দেয়। এতে ওই বৃদ্ধের মাথায় গুরুত্বর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যায়। এ সময় মোটরসাইকেল চালক শান্ত গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। তার অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দীন এঘটনার সত্যতা নিশ্চিত করেছেন
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |