আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ৪:৪৬
আবুবকর সিদ্দিক/জয়পুরহাট-সরকারি নির্দেশ অমান্য করে অবৈধ ভাবে ধান মজুদ রাখার দায়ে জয়পুরহাটের কালাই উপজেলার পাঁচশিরাবাজার ও হাতিয়রবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে ৪চাতাল ব্যাবসায়িকে জরিমানা করা হয়েছে। কালাই উপজেলার এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট উপস্থিতে ৪চাতাল ব্যাবসায়িকে মোট ৫৫হাজার টাকা অর্থদন্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত।
জানা যায়, অবৈধ ভাবে ধান মজুদ রাখার দায়ে উপজেলার পাঁচশিরাবাজার ও হাতিয়রবাজার এলাকায় সোমবার বিকেলে কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো.মোবারক হোসেন পারভেজ পৃথক পৃথক ভাবে ৪চাতাল ব্যাবসায়িকে মোট ৫৫হাজার টাকা অর্থদন্ড দেন। সরকারি বিধি মোতাবেক কোনো অনুমোদিত চাতাল মালিকগণ ধান অধিক সময় ধরে অবৈধ ভাবে মজুদ রাখলে তা আইনত দন্ডনীয় অপরাধ হিসেবে গণ্য করে উপজেলার পাঁচশিরাবাজার ও হাতিয়রবাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন । এই অভিযান পরিচালনার সময় কালাই উপজেলা খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.ফারুক আলমগীরসহ সংবাদকর্মী ও পুলিশ উপস্থিত ছিলেন।
এই সময় কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিট্রেট মো. মোবারক হোসেন পারভেজ বলেন, অবৈধ ভাবে ধান মজুদ রাখায় ৪ প্রতিষ্ঠানকে পৃথক পৃথক ভাবে মোট ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। নিয়মিত বাজার মনিটরিং ও খাদ্য শস্যরবাজার দর ঠিকরাখতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। তিনি আরো বলেন, গোডাউনে থাকা সকল ধান বর্তমান মূল্যে দ্রæত বিক্রির আদেশ দেয়া হয়েছে।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |