আজ শনিবার | ১৩ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৮শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২৬শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ১:৩৬
গাজীপুর : গাজীপুরের কালিয়াকৈরে স্কুলছাত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে বাড়িটির ভাড়াটিয়া স্বামী-স্ত্রীর বিরুদ্ধে। এ ঘটনায়
মঙ্গলবার রাতে ওই দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ বুধবার (১৮ নভেম্বর) কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোয়ার হোসেন চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন আছে।
তিনি বলেন, এ হত্যাকাণ্ড নিয়ে তদন্ত করা হচ্ছে, পরে বিষয়টি বলা যাবে।
এর আগে পাশের একটি খাল থেকে গলা কাটা অবস্থায় লিমু আক্তার লামিয়া নামে ওই শিশু ছাত্রীর মরদেহ উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। নিহত লামিয়া সুত্রাপুর এলাকার সাহেব আলীর মেয়ে ও স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্রী ছিল।
স্বজনরা জানান, তিন মাস আগে বগুড়া সদর উপজেলার ফুলবাড়ির সুমন মিয়া ও তার স্ত্রী মিলি বেগম বাসা ভাড়া নেয়। পাঁচ হাজার টাকা ভাড়া বাকি নিয়ে বাকবিতণ্ডাও হয় বাড়ির মালিকেরর সঙ্গে। এতে ক্ষিপ্ত হয়ে সুমন ও তার স্ত্রী মঙ্গলবার সন্ধ্যায় বাড়ির পাশের একটি পরিত্যক্ত ঘরে নিয়ে লামিয়াকে গলা কেটে হত্যার পর পাশের খালে মরদেহ ফেলে দেয়। পরিবারের লোকজন লামিয়ার নিখোঁজের বিষয়টি কালিয়াকৈর থানায় জানায়। পরে বাড়ি আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন তারা। এ সময় বাড়ির পাশে পুকুরে খুঁজতে নেমে অভিযুক্ত সুমন পানির নীচে লাশের উপর দাঁড়িয়ে বিভিন্ন দিকে খোঁজার পরামর্শ দেয় এলাকাবাসীকে।
পড়ে তাদের সন্দেহ হলে সুমনের কাছে গিয়ে তার পায়ের নীচ থেকে মৃতদেহ উদ্ধার করে। পরে তাকে আটক করে পুলিশে খবর দেন স্থানীয়রা।
Dhaka, Bangladesh শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:18 AM |
Sunrise | 6:39 AM |
Zuhr | 12:00 PM |
Asr | 3:00 PM |
Magrib | 5:20 PM |
Isha | 6:41 PM |