আজ শনিবার | ২০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ৪ঠা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |৪ঠা রজব, ১৪৪৬ হিজরি | বিকাল ৪:৪৪
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ-ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার জটারপাড়া গ্রামে ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন পলাশের ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা চালানো হয়েছে। এ ঘটনায় তিনজন আহত হয়েছেন। এ সময় ব্যবসা প্রতিষ্ঠান থেকে নগদ দুই লাখ ১০ হাজার টাকা লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। শনিবার রাত ৯ টার দিকে এ ঘটনা ঘটে। হামলায় আহতরা হলেন ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন পলাশ, আসলাম হোসেন ও আব্দুল হামিদ। এরমধ্যে ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। এ ঘটনায় রোববার আহত পলাশের মা হাওয়া বিবি বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখ করে কালীগঞ্জ থানায় একটি অভিযোগ দিয়েছেন। অভিযোগে উল্লেখ করা হয়েছে, শনিবার রাত ৯ টার দিকে জটারপাড়া গ্রামের আব্দুল মতলেব, জহুরুল ইসলাম, আসলাম হোসেন, তোতা মিয়া, পান্নু মিয়া ও গোলাম রসুলসহ ১০/১৫ জনের একটি দল আনোয়ার হোসেন পলাশের সার ও কীটনাশকের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায়। এসময় তারা তিনজনকে ব্যাপক মারধর করে। এর এক পর্যায়ে তারা ব্যবসা প্রতিষ্ঠান থেকে নগদ দুই লক্ষ ১০ হাজার টাকাও লুট করে নিয়ে যায়। কালীগঞ্জ থানার ডিউটি অফিসার এসআই শাপলা খাতুন জানান, একটি অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
Dhaka, Bangladesh শনিবার, ৪ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:21 AM |
Sunrise | 6:42 AM |
Zuhr | 12:03 PM |
Asr | 3:05 PM |
Magrib | 5:25 PM |
Isha | 6:46 PM |