আজ শুক্রবার | ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১০ই রজব, ১৪৪৬ হিজরি | রাত ১:৪৫
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ-ঝিনাইদহের কালীগঞ্জ থানা পুলিশের সফল অভিযানে গরুচোর সিন্ডিকেটের-৮ হোতাকে গ্রেপ্তার করেছে। চোর সিন্ডিকেটের দূর্গ হতে-১টি চোরাই গরু সাথে একটি লাটা গাড়ী উদ্ধার করেছে।চোর সিন্ডিকেটের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় নিয়মিত মামলা দায়ের করেছে পুলিশ। মামলা নাং কালী জি আার-০৩/২১। আসামীরা হলো-ইকরামুল ইসলাম-৪২-পিতা ওমর আালী-রাড়ীপাড়া।২-রুবেল হোসেন পিতা আাব্দুর রউফ সাং দামোদারপুর।৩-অলিয়ার শেখ- পিতা আবু তালেব সাং পাচ পাখিয়া-থানা-শৌলক‚পা-ঝিনাইদহ। ৪-তরিকুল ইসলাম-পিতা-ইকরামুল শেখ-সাং রাড়ীপাড়া।৫-রিশাজ হোসেন-পিতা জামাল।৬-শাহীন পিতা বছির হোসেন-৭-সাইদুল ইসলাম পিতা-নুর ইসলাম-দামোদর পুর-কালীগঞ্জ ঝিনাইদহ। কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাহফুজুর রহমান মিঞা জানান-সংঘবদ্ধ চোরদ্বয় দীর্ঘদিন ধরে গরু চুরি করে আসছিলো।লাটা গাড়ীযোগে তারা বিভিন্ন বাজারে চোর সিন্ডিকেটের গরু পৌঁছে দিতো।তাদের সাথে আরো কিছু কসাই জড়িত থাকতে পারে।এ সকল বিষয় মাথায় নিয়ে তদন্ত কার্যক্রম অব্যাহত রেখেছে পুলিশ। কালীগঞ্জর পল্লীতে গরুচোরের হিড়িক-রাএ জেগে পাহারা গ্রামবাসীর শিরোনামে সংবাদ প্রকাশ করে দৈনিক নবচিত্র পত্রিকায়। এ ঘটনায় নড়েচড়ে বসে পুলিশ।বিভিন্ন সময় ক্লুলেস এ সকল ঘটনায় পুলিশের আন্তরিকতার কারণে কয়েকটি গরু উদ্ধার সহ চোর সিন্ডিকেটদের গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
Dhaka, Bangladesh বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:42 AM |
Zuhr | 12:06 PM |
Asr | 3:08 PM |
Magrib | 5:29 PM |
Isha | 6:49 PM |