আজ বুধবার | ২৪শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |৮ই রজব, ১৪৪৬ হিজরি | রাত ১১:৪০
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ-ঝিনাইদহের কালীগঞ্জ শহরের বেসরকারি সেবা ক্লিনিক এন্ড ডায়াগনোস্টিক থেকে সোমবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে চুরি হওয়া নবজাতককে ১৬ ঘন্টা পর মঙ্গলবার সকাল ১০ টার দিকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে। নিশ্চিন্তপুর গ্রামের জনৈক রফির ভাড়াটিয়া মো: জাহাঙ্গীর হোসেন এর স্ত্রী মোছা: প্রিয়া খাতুন ওরফে মিনারা খাতুন (২০) এর কাছ থেকে উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত প্রিয়া খাতুন (২০) কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই কন্যা শিশুটি চুরির সাথে তার জড়িত থাকার কথা স্বীকার করে। এ ঘটনায় নবজাতকের বাবা মনিরুল ইসলাম বাদী হয়ে সোমবার রাতে একটি অপহরণ মামলা করেন। নবজাতক উদ্ধারের পর র্যাব-৬ কালীগঞ্জ থানা পুলিশের কাছে বুঝিয়ে দেন নবজাতককে। মঙ্গলবার দুপুর ৩ টার দিকে শহরের সেবা ক্লিনিক অ্যান্ড ডায়াগনোস্টিক সেন্টারের ২০৩ নং কেবিনে গিয়ে মেয়ে নবজাতককে বাবা মনিরুল ইসলাম ও মা শাবানা বেগমের কাছে হস্তান্তর করেন কালীগঞ্জ থানার কর্মকর্তা ইনচার্জ মুহা: মাহফুজুর রহমান মিয়া।
Dhaka, Bangladesh বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:22 AM |
Sunrise | 6:42 AM |
Zuhr | 12:05 PM |
Asr | 3:07 PM |
Magrib | 5:28 PM |
Isha | 6:48 PM |