আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ১২:১৬
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ-ঝিনাইদহের কালীগঞ্জে ব্রিটিস আমেরিকান টোব্যাকোর ম্যানেজারকে ১০ পিস ইয়াবা দিয়ে ফাঁসাতে গিয়ে পুলিশের হাতে আটক হয়েছেন দুই যুবক। এ ঘটনায় কালীগঞ্জ থানায় তিন জনের নাম উল্লেখ করে মামলা দায়ের হয়েছে। রোববার উপজেলার চাপালী গ্রামে ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর অফিসে এ ঘটনা ঘটে। আটককৃতরা হলেন, উপজেলার বাবরা গ্রামের শরিফুল ইসলামের ছেলে সাদ্দাম হোসেন ও বাবরা গ্রামের মৃত আবুল কালাম আজাদের ছেলে সবুজ মিয়া। এছাড়াও চাপালী গ্রামের শফিক খানের ছেলে রফিকুল ইসলাম পলাতক রয়েছেন। এরা সবাই ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর কালীগঞ্জ অফিসে কর্মরত বিক্রয় প্রতিনিধি। কালীগঞ্জ থানার কর্মকর্তা ইনচার্জ মুহাঃ মাহফুজুর রহমান মিয়া জানান, রোববার সকালে গোপন সংবাদের ভিত্তিতে চাপালী গ্রামে থানার এসআই জাকারিয়া মাসুদ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযানে যান। ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর কালীগঞ্জ অফিসের ম্যানেজার সাহিদুর রহমান সাহিদের মোটর সাইকেলের সিটের নিচে ইয়াবা পাওয়া যায়। এ সময় সন্দেহ হলে ঘটনাস্থলে উপস্থিত আটক দুই আসামিকে জিজ্ঞাসাবাদ করলে তারা ম্যানেজারকে ফাঁসানোর জন্য মোটর সাইকেলের নিচে ইয়াবা রাখার কথা স্বীকার করেন। কালীগঞ্জ থানার এসআই জাকারিয়া মাসুদ বাদি হয়ে মামলা করেন। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। সোমবার তাদের আদালতে প্রেরন করা হয়েছে। বাকি একজনকে আটকের চেষ্টা চলছে।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |