আজ বৃহস্পতিবার | ২৫শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ৯ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |৯ই রজব, ১৪৪৬ হিজরি | বিকাল ৫:৩০
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ-ঝিনাইদহের কালীগঞ্জে মুসলিমদের ধর্মীয় গ্রন্থ পবিত্র আল-কোরআন অবমাননার অভিযোগে আনিচুর রহমান মিন্টু নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শনিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলা তালেশ^র বাজার থেকে তাকে আটক করা হয়। আটক মিন্টু কোটচাঁদপুর উপজেলার চাঁদপাড়া গ্রামের রমজান আলী খা’র ছেলে। স্থানীয় তালেশ^র বাজারে তার একটি সাইকেল মেরামতের দোকান রয়েছে। এ ছাড়া তার পরিবার চিশতী মতবাদে বিশ^াসী বলে স্থানীয়রা জানিয়েছেন। স্থানীয় লোকজন এ ঘটনা দেখে তার উপর মারতে ক্ষিপ্ত হয়ে উঠে এবং অনেকের সাথে বাকবিতন্ড হয়। এক পর্যায় পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে। কালীগঞ্জ থানার এসআই জাকারিয়া হোসেন জানান, আটক মিন্টু তার দোকানে রাখা ছোট্ট বই রাখার রেকে প্রথমে আল কোরআন তার উপর কোরআনের বাংলা বই এবং তার উপর হিন্দুদের ধর্মীয় গ্রন্থ্য গীতা রেখেছিল। স্থানীয়রা বিষয়টি দেখার পর ক্ষোভ প্রকাশ করে এবং পুলিশে খবর দেয়। পরে রাত ৯ টায় পুলিশ গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে। শনিবার রাতে কালীগঞ্জ উপজেলার শাহপুর ঘিঘাটি গ্রামের শহিদুল ইসলাম নামে এক ব্যক্তি বাদি হয়ে আনিচুর রহমান মিন্টুর নামে মামলা দায়ের করেন। মামলা নং ৮, ধারা ২৯৫। রোববার সকালে আসামি মিন্টুকে ঝিনাইদহ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
Dhaka, Bangladesh বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:42 AM |
Zuhr | 12:06 PM |
Asr | 3:08 PM |
Magrib | 5:29 PM |
Isha | 6:49 PM |