আজ শনিবার | ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১১ই রজব, ১৪৪৬ হিজরি | ভোর ৫:০৫
বিডি দিনকাল ডেস্ক : বাংলাদেশ জাতীয়তাবাদীদল বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপুকে পুরোনো একটি মামলায় সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে ।
বিশেষ কড়া পাহারায় আজ বৃহস্পতিবার সপুকে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে সকালে ঢাকার পুরোনো টাউনে বিশেষ এই আদালতে তাকে আনা হয় । আদালত পাড়ায় সপুকে দেখতে পরিবারের সদস্যরা এবং শ্রীনগর-সিরাজদিখানের বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ।
পরিবার সূত্র থেকে জানা যায় ,মামলাটি ২০১৩ সালের লালবাগ থানার একটি মামলা । এই মামলায় অনেকে জামিনে রয়েছে । আজ সাক্ষীগ্রহন করা হয়েছে। পবিত্র রমজানেও সপুর মতো সিনিয়র নেতারা হয়রানি থেকে মুক্তি পাচ্ছে না । একের পর এক পুরোনো মামলা দিয়ে কারাগারে আটক রেখেছে সরকার । এই সব মামলার সাথে সপুর কোনো সম্পর্ক ছিলোনা কোনো কালেই এমন কথা বলেছেন সপুর পরিবার ও বিএনপির কয়েকজন নেতৃবৃন্দ ।
সর্বশেষ গত গত ৮ ফেব্রুয়ারি বুধবার দিবাগত রাত দেড়টার দিকে ধানমন্ডির শংকরস্থ বাসা থেকে হাজারীবাগ থানা পুলিশ বিনা ওয়ারেন্টে ২০২২ ইং সালের একটি মামলায় তাকে গ্রেপ্তার করে।
গত ৯ ফেব্রুয়ারি ২০২৩ ইং বৃহস্পতিবার ঢাকার সিএমএম কোর্টে পাঠায় এবং বিজ্ঞ আদালত জামিন না দিয়ে কারাগারে পাঠায় । সেই থেকে সপু এখনো কারাগারে রয়েছে ।
সেই সময় সপুকে গ্রেফতারের বিষয় নিয়ে থানা কর্তৃপক্ষের কাছ থেকে প্রথমে কিছু তথ্য পাওয়া যায় নাই । এর পরে গণমাধ্যম এবং সোশ্যাল মিডিয়ায় সপুকে আটকের বিষয়টি প্রচার হলে কর্তৃপক্ষ সত্ততা স্বীকার করেন ।
অন্যদিকে পুরোনো দুই মামলায় জামিন হলে একমাসের ব্যবধানে পর পর দুইবার তাকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের গেইটেই তাকে আটক করে পুলিশ । সপু বর্তমানে কাশিমপুর হাইসিকিউরিটি সেল কারাগারে বন্দি রয়েছে।
এদিকে গত সপ্তাহে তার আপন বড় ভাই মারা গেলে কয়েক ঘন্টার প্যারোলে মুক্তি পায়ে ভাইয়ের জানাজায় হাজির হন ।
সপুকে বারবার গ্রেফতার এর কারণে তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ।
Dhaka, Bangladesh শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:06 PM |
Asr | 3:09 PM |
Magrib | 5:29 PM |
Isha | 6:49 PM |