- প্রচ্ছদ
-
- রংপুর
- কুড়িগ্রামে জাসাসের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
কুড়িগ্রামে জাসাসের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
প্রকাশ: ২৮ ডিসেম্বর, ২০২২ ৬:১৭ অপরাহ্ণ
রফিকুল ইসলাম , কুড়িগ্রাম জেলা প্রতিনিধি।কুড়িগ্রামে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাসের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত।
গত সোমবার ২৭ ডিসেম্বর দুপুরে কুড়িগ্রাম জেলা শহরের শাপলা মোড়াস্থ্য ইষ্টিকুটুম হোটেলের কনফারেন্স রুমে নানা আয়োজনে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাসের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাসাস কুড়িগ্রাম জেলা শাখার সাবেক সভাপতি মোঃ আলতাফ হোসেন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সাধারণ সম্পাদক শামীম রেজা লিটন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাসাস কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক জাকি মোঃ আহসান হাবিব সজিব এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন সদস্য সচিব নুরজামাল বাহাদুর। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাসাস কুড়িগ্রাম জেলা শাখার যুগ্ন আহবায়ক সাংবাদিক রফিকুল ইসলাম। প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে জাসাস কুড়িগ্রাম জেলা শাখার বিভিন্ন স্তরের নেতাকর্মী সমর্থকরা অংশগ্রহণ করে।
Please follow and like us:
20 20