- প্রচ্ছদ
-
- রংপুর
- কুড়িগ্রামে প্রান্তিক জনপদে আঞ্চলিক ভাষার জনপ্রিয় কবি শাহাজামাল মিয়া
কুড়িগ্রামে প্রান্তিক জনপদে আঞ্চলিক ভাষার জনপ্রিয় কবি শাহাজামাল মিয়া
প্রকাশ: ২৯ জুন, ২০২২ ৫:৫৫ অপরাহ্ণ
রফিকুল ইসলাম, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি#কুড়িগ্রামের উলিপুর উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের পত্রনবিশ গ্রামের মৃত নছির উদ্দিনের পুত্র শাহাজামাল মিয়া এলাকায় একজন জনপ্রিয় কবি হিসেবে পরিচিতি পেয়েছেন। বায়ান্ন বছর বয়স্ক শাহাজামাল পেশায় একজন কাঠমিস্ত্রি। তিনি যমুনা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়ালেখা শেষ করে চরম দারিদ্রতার কারণে কর্ম জীবনে জড়িয়ে পড়েন। তিনি ছোটবেলা থেকেই কবিতার প্রতি অনেকটা দুর্বল। যে কোন কবির লেখা কবিতার বই হাতে পেলেই তিনি শত ব্যস্ততার মধ্যেও তা পড়া শুরু করেন। কবিতার প্রতি তার অগাধ প্রেম থেকেই তিনি কবিতা লিখতে শুরু করেন। গত প্রায় ২২ বছর ধরে তিনি কবিতা লেখার চর্চা করছেন। প্রথম দিকে তিনি তার হাতে লেখা কবিতা বিভিন্ন হাট-বাজারে সাধারণ মানুষের সামনে পাঠ করতেন। সাধারণ মানুষ তাঁর কবিতা শুনে মুগ্ধ হয়ে কবির প্রশংসা করতেন। ইতোমধ্যে প্রান্তিক জনপদে আঞ্চলিক ভাষার কবি শাহাজামাল মিয়া তার লেখা একটি কাব্যগ্রন্থ প্রকাশ করেছেন। আরো চারটি কাব্যগ্রন্থ প্রকাশের অপেক্ষায় রয়েছে। কবি শাহাজামাল মিয়া কবিতা লিখে বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন কর্তৃক পুরস্কৃত হয়েছেন। তাকে নিয়ে বিভিন্ন পত্র-পত্রিকা ও টেলিভিশনে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। পদ্মা সেতুর উদ্বোধন নিয়ে কবি শাহাজামাল একটি অসাধারণ কবিতা লিখেছেন। আর্থিক অসঙ্গতির কারণে তিনি তার প্রতিভাকে বিকশিত করতে পারছেন না। এজন্য তিনি সমাজের বিত্তবানদের সহযোগিতা কামনা করেছেন।
Please follow and like us:
20 20