আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ১১:৫৩
মোঃ রফিকুল ইসলাম, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি : -কুড়িগ্রামে ঢাক-ঢোল পিটিয়ে বাল্য বিয়ে প্রতিরোধে বিবিএফজি প্রকল্প সহ বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হলেও কার্যকর কিছুই হয়নি। আবারও ব্যপক হারে কুড়িগ্রাম বাল্য বিয়ে শুরু হয়েছে।
আরডিআরএস বাংলাদেশ নামক একটি বেসরকারী এনজিও’র মাধ্যমে কুড়িগ্রামে বাল্য বিয়ে প্রতিরোধে বিবিএফজি প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে শুরু থেকেই সভা-সেমিনারের নামে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রকল্প সংশ্লিষ্ট লোকজনের ভুড়িভোজের আয়োজন ছাড়া তেমন কিছুই হয়নি। যা অনুসন্ধানে প্রমাণ মিলেছে। চলতি বছর হাতিয়া বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ৩৬জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়ার কথা ছিল। কিন্তু পরীক্ষা দিচ্ছে ২১জন শিক্ষার্থী। কারণ হিসেবে জানা যায়, বিদ্যালয়ের ১৭ জন শিক্ষার্থীর বাল্য বিয়ে সম্পন্ন হয়েছে।
প্রধান শিক্ষক বিএম আবুল হোসেন জানায়, অনেক কষ্ট করে পরিবারের লোকজনকে বুঝিয়ে বিবাহিতা দুই শিক্ষার্থীকে পরীক্ষার সুযোগ করে দেয়া হয়েছে।
এ ব্যাপারে স্থানীয় কাজী আব্দুস সালাম জানায়, গরীব এলাকার লোকজন তাদের মেয়েদের নিরাপত্তার জন্য গোপনে বাল্য বিয়ে দিয়ে থাকে। এর সাথে স্থানীয় কাজীরা জড়িত নয়।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |