আজ রবিবার | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | দুপুর ১২:২৩
রফিকুল ইসলাম, কুড়িগ্রাম :কুড়িগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সোমবার রাত আনুমানিক ৮:৩০ মিনিটে ২ টি বড় পিক আপে অভিযান চালিয়ে ৭০ কেজি গাঁজা ও ৬টি মোবাইল ফোন জব্দ করেন।
কুড়িগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পরির্দশক তরুণ কুমার রায় বলেন গোপনতথ্যের ভিওিতে অভিযান চালিয়ে পিক আপ ২ টি ধরলা ব্রীজ পশ্চিম পাড়ে টোল প্লাজার সামনে আসলে জব্দ করা হয়। পিক আপ ২ টি জনসম্মুখে জব্দ করে অভিযান চালিয়ে ৬ জন ব্যক্তিসহ ও ৬ টি মোবাইল ফোন ও ৭০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।যাহার আনুমানিক বাজার মুল্য প্রায় ১৪ লক্ষ টাকা। উদ্ধারকৃত গাঁজা পলিথিনের বস্তায় পেঁচিয়ে এর ভিতরে পাঁটের বস্তা মোড়কে ফুলবাড়ি উপজেলার কাশিপুর কলেজমোড়ে পিকআপে লোড হয়ে টাঙ্গাইলের উদ্দেশ্য রওনা দেন।
আসামিরা হলেন কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার কাশিপুর ইউনিয়নের স্থায়ী বাসিন্দা আব্দুস সাওারের পুএ ইব্রাহীম খলিল (৪০)ও নাটোরের স্থায়ী বাসিন্দা কাঁজু( ৪৫) এবং টাঙ্গাইলের স্থায়ী বাসিন্দা মো:মেহেদী হাসান( ২০), জয় (২০),আলাউদ্দিন শিকদার( ২০),হামিদুল শিকদার(২০)। রংপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক আলী আসলাম এর সার্বিক নিদের্শনায় কুড়িগ্রামের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পরির্দশক তরুণ কুমার রায় অভিযানটি সফলভাবে পরিচালনা করতে সক্ষম হয়েছেন। কুড়িগ্রামের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর উপপরিচালক বিপ্লব কুমার মোদক জানান এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে মামলায় মাধ্যমে অভিযুক্ত ব্যক্তিদের কে জেল হাজতে পাঠানো হবে।এছাড়া সম্রগ জেলায় মাদকের বিরুদ্ধে এরকম অভিযান অব্যাহত থাকবে।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |