আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ৭:২৮
মোঃ রফিকুল ইসলাম, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি : –
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে কুড়িগ্রাম জেলার ৯টি উপজেলা সম্ভাব্য উপজেলা চেয়ারম্যান- ভাইস চেয়ারম্যান প্রার্থীদের নির্বাচনী প্রচারণায় মুখরিত হয়ে পড়েছে গ্রামীণ জনপদ।
খোঁজ-খবর নিয়ে জানা যায়, কুড়িগ্রামের ৯টি উপজেলায় ৯জন উপজেলা চেয়ারম্যান, ৯জন ভাইস চেয়ারম্যান (পুরুষ) ও ৯জন ভাইস চেয়ারম্যান (মহিলা) বর্তমান রয়েছে। নির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা আবারও আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হিসেবে লড়বেন। কিন্তু বর্তমান নির্বাচিত প্রতিনিধিদের প্রতিদ্বন্দিতার মাধ্যমে পরাজিত করে নিজেদের অবস্থান তৈরি করতে আগাম নির্বাচনী মাঠে প্রচারণায় নেমে পড়েছে সম্ভাব্য উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীরা। তারা প্রতিদিন নির্বাচনী এলাকায় শীতবস্ত্র বিতরণ থেকে শুরু করে নানামুখী প্রচারণা চালিয়ে আসছে। কুড়িগ্রাম সদর উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে জেলা আওয়ামীলীগের উপ-দপ্তর সম্পাদক মোঃ মঞ্জুরুল ইসলাম রতন, কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ সাদ্দাম হোসেন নির্বাচনী প্রচারণা চালিয়ে আসছেন। কুড়িগ্রাম সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে সৈয়দ তানভীর ওয়াহিদ নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। ফুলবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে ফুলবাড়ী উপজেলা আওয়ামীলীগের সভাপতি আতাউর রহমান শেখ, সাধারণ সম্পাদক আহম্মদ আলী পোদ্দার রতন, শিমুলবাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এজাহার আলী, বিশিষ্ট ব্যবসায়ী ওয়াহেদ আলী ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবুবকর সিদ্দিক মিলন নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। ফুলবাড়ী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোছাঃ শামীমা আক্তার পারুল নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। চিলমারী উপজেলা পরিষদের আসন্ন নির্বাচনকে সামনে রেখে উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে- চিলমারী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম লিচু, মোঃ জামিনুল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান পদে মোঃ আবু হোসাইন সিদ্দিক রানা জোদ্দার, মোঃ জাহিদ আনোয়ার পলাশ নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। নাগেশ্বরী উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে সন্তোষপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক লিয়াকত আলী লাকু, নাগেশ্বরী উপজেলা পরিষদের বর্তমান ভাইস চেয়ারম্যান আসন্ন নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে রুকুনুজ্জামান শিমু নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। নাগেশ্বরী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে মোঃ রবিউল ইসলাম রুবেল, মোছাঃ মিনারা খাতুন নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। ভ‚রুঙ্গামারী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে মোঃ আশরাফুল আলম মিঠু, এস,এম ফারুকুজ্জামান (ফারুক) নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। রৌমারী উপজেলা পরিষদের আসন্ন নির্বাচনকে সামনে রেখে উপজেলা চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে কুড়িগ্রাম জেলা পরিষদের সদস্য ও উপজেলা যুবলীগের সভাপতি মোঃ হারুনর রশিদ এবং রাজিবপুর উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে রাজিবপুর উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ শফিউল আলম এলাকায় নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |