- প্রচ্ছদ
-
- রংপুর
- কুড়িগ্রাম সদর উপজেলা পরিষদের আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে দোয়াপ্রার্থী সাদ্দাম হোসেন নয়ন
কুড়িগ্রাম সদর উপজেলা পরিষদের আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে দোয়াপ্রার্থী সাদ্দাম হোসেন নয়ন
প্রকাশ: ৭ ফেব্রুয়ারি, ২০২৪ ১:৩৬ অপরাহ্ণ
রফিকুল ইসলাম, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি #কুড়িগ্রাম সদর উপজেলা পরিষদের আসন্ন নির্বাচনকে ঘিরে এলাকায় নির্বাচনী আমেজ তৈরি হয়েছে । কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন নয়ন সম্ভাব্য উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে এলাকায় ব্যাপক নির্বাচনী গণ সংযোগ চালাচ্ছেন । সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক থেকে টিক টক কোথাও থেমে নেই সাদ্দাম হোসেন নয়নের নির্বাচনী প্রচারণা । সম্ভাবনাময়িক তরুণ উদ্যমী মেধাবী ছাত্রনেতা কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন নয়ন তার এক ঝাক সমর্থক ইতোমধ্যে রাস্তার পাশে পাড়া মহল্লার দেয়ালে দেয়ালে সাদ্দাম হোসেন নয়নের দোয়া চাওয়ার পোস্টার ব্যাপকভাবে লাগিয়ে নির্বাচনী আমেজ তৈরি করেছে । তার নির্বাচনী প্রচারণার কারণে অন্যান্য প্রার্থীরা ও মাঠে নেমে পড়েছেন । কুড়িগ্রাম সদর উপজেলার নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ছাত্রলীগের সাধারন সম্পাদক নয়নের নির্বাচনী প্রতিশ্রুতি হিসেবে সাধারণ নাগরিকদের আকর্ষণ করতে তিনি বলেছেন “কথা দিয়ে কথা রাখতে চাই প্রতিশ্রুতি নয় বাস্তবায়ন করতে চাই” আমার এই ক্ষুদ্র জীবনে যদি কখনো মানুষের সেবা করার সুযোগ পাই তাহলে প্রথমত আমি আমার চেয়ারটিতে সাধারণ মানুষকে বসিয়ে পাশের চেয়ারে আমি বসে তাদের সুখ দুঃখের গল্প শুনবো,পরামর্শ নিবো,অভিযোগ জানবো।সকল সমস্যা সহ তাদের মান-অভিমানের কথা শুনবো । জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন নয়ন আরো বলেন , প্রিয় কুড়িগ্রাম সদর উপজেলাবাসী ,আপনারা যদি আমাকে উপজেলার দায়িত্ব দেন, আপনাদের সেবা করার সুযোগ দেন।
আমি দ্বিতীয় যে কাজ টি করবো- উপজেলা চেয়ারম্যানের উপহার পাওয়া পাজেরো গাড়ি টা আমার এলাকার অবহেলিত ,অসহায় , মানুষের প্রিয় সন্তানের বিয়ে সাধী তে ব্যবহার করতে দিবো। পাশাপাশি আমার নির্বচনীয় এলাকার মানুষের জন্য একটা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে দিবো(বিনামূল্যে অ্যাম্বুলেন্স সেবা) তারা পাবেন। “কথা দিয়ে কথা রাখতে চাই প্রতিশ্রুতি নয় বাস্তবায়ন করতে চাই। সম্ভাব্য সদর উপজেলা চেয়ারম্যান প্রার্থী সাদ্দাম হোসেন নয়ন আরো বলেন ,প্রিয় কুড়িগ্রাম সদর উপজেলাবাসী ,আপনারা যদি আমাকে উপজেলার দায়িত্ব দেন, আপনাদের সেবা করার সুযোগ দেন।
আমি তৃতীয় যে কাজ টি করবো- বেকার সমস্যা দূরীকরণ। কিভাবে করবো? আমি দায়িত্ব পাওয়ার পর বিনা টাকায় (মোবাইল সার্ভিসিং, টিভি সার্ভিসিং, এসি সার্ভিসিং , ফ্রিজ সার্ভিসিং ,ওয়াসিং মেশিন সার্ভিসিং , সেলাই মেশিন প্রশিক্ষন সহ সকল প্রশিক্ষনের ব্যবস্থা করবো(বিনামূল্যে )।
তাদের কে বাস্তব জ্ঞান, দক্ষতা, যোগ্যতা সম্পূর্ক করার পর বিনা জামানতে মার্কেট তৈরী করে দোকানের ব্যবস্থা করে দিবো।
পাশাপাশি শিক্ষিত কম্পিউটার এক্সপার্ট, আউটসোর্সিং এক্সপার্ট, এক্সপার্ট মেন্টর দিয়ে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ এর ব্যবস্থা করে দিবো।
Please follow and like us:
20 20