আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | ভোর ৫:৩৬
কুমিল্লা:-কুমিল্লার দেবিদ্বারে নিউমার্কেট চত্বর ও উপজেলা পরিষদ রোডে প্রায় দুই যুগ ধরে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। বুধবার বেলা ১১টায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু বকর সরকারের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।
জানা যায়, দেবিদ্বার সদর এলাকার নিউ মার্কেটে প্রায় দুই যুগ ধরে জেলা প্রশাসনের জায়গা অবৈধভাবে দখল করে একশ্রেণির প্রভাবশালী ব্যবসা পরিচালনা করে আসছে। প্রশাসনের পক্ষ থেকে কয়েক দফায় নোটিশ দেয়ার পরও তারা অবৈধ স্থাপনা সরিয়ে না নেয়ায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
সরেজমিন দেখা যায়, অভিযানের শুরুতে দেবিদ্বার পৌরসভার নিযুক্ত শ্রমিকরা হ্যামার ও বুলডোজার দিয়ে লাল দাগ চিহ্নিত এলাকা ঠিক রেখে ১১টি ব্যবসা প্রতিষ্ঠানের অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু করে।
উচ্ছেদ অভিযানে দেবিদ্বার ছাবরিয়া হোটেল, আজগর হোটেল ও আজগর চাইনিজ রেস্টুরেন্ট, কয়লা রেস্টুরেন্ট, মান্নান বেকারি, ছিদ্দিক বেকারি, মোল্লা ভ্যারাইটিজ স্টোর, হাজী টেলিকম, কাউছার কনফেকশনারি, নুসরাত টেলিকম, রুহুল আমিনের ফল দোকানসহ বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
উচ্ছেদ অভিযানের সময় উপস্থিত ছিলেন- দেবিদ্বার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোসা. সাহিদা আক্তার, দেবিদ্বার পৌর সহকারী প্রকৌশলী জোবাইদা ইয়াছমিন, দেবিদ্বার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মেজবাহ উদ্দিন, দেবিদ্বার পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম মৃণাল কান্তি চৌধুরী, বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির দেবিদ্বার শাখার সহকারী প্রকৌশলী মো. সালাউদ্দিন, মুরাদনগর ফায়ার সার্ভিসের টিম লিডার মো. রফিকুল ইসলাম প্রমুখ।
এ ব্যাপারে কুমিল্লা জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু বকর সরকার জানান, জেলা প্রশাসনের নির্দেশে দেবিদ্বার নিউমার্কেট ও উপজেলা পরিষদ সড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। পর্যায়ক্রমে অবৈধ সব স্থাপনাই উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |