আজ মঙ্গলবার | ২৩শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |৭ই রজব, ১৪৪৬ হিজরি | দুপুর ২:২০
বিডি দিনকাল ডেস্ক :- কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১৫ই জুন নির্বাচন অনুষ্ঠিত হবে। অন্যদিকে মনোনয়ন দাখিলের শেষ তারিখ ১৭ই মে, যাচাই-বাছাই ১৯শে মে, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৬শে মে এবং প্রতীক বরাদ্দ ২৭শে মে নির্ধারণ করা হয়েছে। এই সিটির নির্বাচনে পুরো ইভিএম-এ ভোটগ্রহণ করা হবে।
তফসিল ঘোষণার আগে গতকাল বেলা ১১টার দিকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে নির্বাচন ভবনে এ নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার।
তিনি বলেন, একই তফসিলে ছয়টি পৌরসভা ও ১৩৫টি ইউনিয়ন পরিষদে ভোট হবে। আর সবগুলো নির্বাচনের ভোটগ্রহণ করা হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে। ইভিএম ব্যবহার নিয়ে যাতে বিতর্কের সৃষ্টি না হয়, সেজন্য প্রার্থীদের দক্ষ প্রতিনিধিদের উপস্থিতিতে ইভিএম কাস্টমাইজ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলেও জানান তিনি।
ইসি সচিব বলেন, নির্বাচন কমিশন সচিবালয়ের পরিচালক শাহেদুন্নবীকে কুমিল্লা সিটির রিটার্নিং কর্মকর্তা ঘোষণা করা হয়েছে।
এছাড়া কুমিল্লার উপজেলা নির্বাচন কর্মকর্তাসহ বেশ কয়েকজনকে সহকারী রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব দেয়া হয়েছে। সহকারী রিটার্নিং অফিসার হিসেবে কুমিল্লা থেকে শুধু কুমিল্লা সদর দক্ষিণের উপজেলা নির্বাচন অফিসার এবং কুমিল্লা আদর্শ সদর উপজেলা নির্বাচন অফিসারকে রাখা হয়েছে। সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে বাকি যারা থাকবেন তারা হলেন, ফেনী জেলা নির্বাচন অফিসার, চাঁদপুর জেলা নির্বাচন অফিসার, গাজীপুর জেলা নির্বাচন অফিসার, নরসিংদী জেলা নির্বাচন অফিসার, ব্রাহ্মণবাড়িয়া জেলা নির্বাচন অফিসার, নারায়ণগঞ্জ জেলা নির্বাচন অফিসার এবং মিরসরাই উপজেলা নির্বাচন অফিসার।
সকল দলের অংশগ্রহণের জন্য নির্বাচন কমিশন থেকে কোনো ব্যবস্থা নেয়া হবে কিনা এমন প্রশ্নের উত্তরে ইসি সচিব বলেন, মাননীয় কমিশন প্রত্যাশা করেন সকল দল অংশগ্রহণ করুক। এজন্য কমিশনের পক্ষ থেকে যতটুকু সহযোগিতা করা দরকার কমিশন সেটা করতে প্রস্তুত।
এর আগে ইসি কর্মকর্তারা জানান, কুমিল্লা সিটি করপোরেশনে সর্বশেষ ২০১৭ সালের ৩০শে মার্চ নির্বাচন অনুষ্ঠিত হয়। আর প্রথম সভা অনুষ্ঠিত হয় একই বছরের ১৭ই মে। আইন অনুযায়ী, প্রথম সভা থেকে পরবর্তী পাঁচ বছর নির্বাচিত করপোরেশনের মেয়াদ। সে অনুযায়ী, এ সিটির মেয়াদ শেষ হবে আগামী ১৬ই মে। মেয়াদ শেষ হওয়ার আগের ১৮০ দিনের মধ্যে ভোটগ্রহণ করতে হয়। সেদিক থেকে গত ১৬ নভেম্বর এ সিটি নির্বাচনের সময় গণনা শুরু হয়েছে। কিন্তু এর আগে তফসিল ঘোষণার কথা থাকলেও ইসি তা করতে পারেনি। নির্দিষ্ট সময়ে নির্বাচন করতে না পারলে সেখানে প্রশাসক নিয়োগ দিতে হবে।
দু’টি পৌরসভাকে একীভূত করে ২০১১ সালে কুমিল্লা সিটি করপোরেশন গঠন করা হয়। ওই বছরই প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপর ২০১৭ সালে আশপাশের বেশ কয়েকটি ইউপিকে অন্তর্ভুক্ত করে এ সিটির আয়তন বাড়ানো হয় প্রায় তিনগুণ। এতে সীমানা জটিলতা দেখা দেয়। বর্তমানে এ সিটিতে ২৭টি সাধারণ ওয়ার্ড রয়েছে।
কুমিল্লা সিটি করপোরেশন গঠনের পর থেকে মেয়র পদে রয়েছেন মনিরুল হক সাক্কু। গত নির্বাচনে এ সিটিতে ১০৩টি কেন্দ্র ছিল। আর ভোটার ছিল দুই লাখ সাত হাজার ৫৬৬ জন।
Dhaka, Bangladesh মঙ্গলবার, ৭ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:22 AM |
Sunrise | 6:42 AM |
Zuhr | 12:05 PM |
Asr | 3:07 PM |
Magrib | 5:27 PM |
Isha | 6:47 PM |