আজ বুধবার | ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২৩শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ২:২৩
মুহাম্মদ জালাল উদ্দিন কুয়েতঃ- বাংলাদেশ দূতাবাস কুয়েত কর্তৃক যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন করা হয়েছে। রোববার সকাল সাড়ে ৮ টায় অনুষ্ঠানের শুরুতে কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান, দূতাবাসের কর্মকর্তা – কর্মচারীদের সঙ্গে নিয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন। এরপর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে এক মিনিট নিরবতা পালন করা হয়। জাতির জনক ও তার পরিবার সহ সকল শহীদদের জন্য দোয়া করা হয়।
অনুষ্ঠানের দ্বিতীয় ভাগে ভার্চুয়াল মিটিংয়ে পবিত্র কুরআন থেকে তেলোয়াতের মধ্য দিয়ে শুরু হয় দ্বিতীয় পর্ব । বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণের ওপর তথ্যচিত্র প্রদর্শন করা হয়। এরপর দূতাবাসের কর্মকতারা একে একে বাণী সমূহ পাঠ করেন। দিবসটি উপলক্ষে আলোচনা সভায় রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামানের উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তোফায়েল আহমেদ(এমপি) সাবেক শিল্প ও বাণিজ্যমন্ত্রী, ড. আব্দুল মোমেন পররাষ্ট্র মন্ত্রী,মিস আনা পারলিনী পরিচালক ইউনেস্কোর আঞ্চলিক কার্যালয় দোহা কাতার, অধ্যাপক ড.আবু মোহাম্মদ দোলোয়ার হোসেন,ইতিহাস বিভাগ এবং ডীন,কলা অনুষদ ঢাকা বিশ্ববিদ্যালয়, কাউন্সিলর ও দূতালয় প্রধান নিয়াজ মোর্শেদ, শ্রম কাউন্সিলর মোহাম্মদ আবুল হোসেন, কাউিন্সিলর পাসপোর্ট ও ভিসা সচিব মোহাম্মদ জহিরুল ইসলাম খান প্রমুখ। দূতাবাসের অন্যান্য কর্মকর্তা ও কুয়েতে বাংলাদেশ কমিউনিটির নেতা ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা উক্ত ভার্চুয়াল মিটিংয়ে অংশ নেন।
Dhaka, Bangladesh মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:38 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |