আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ৯:৪০
মোহাম্মদ জালাল উদ্দিন:-কুয়েতে জরিমানা পরিশোধ করে আকামা জটিলতা থেকে মুক্ত হওয়ার সুযোগ।
কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিদিন গড়ে দুই হাজার চার শত আকামা জটিলতায় ভুক্তভোগীরা ধর্ণা দিচ্ছেন, এদের সবাই চাচ্ছেন জরিমানা পরিশোধ করে আকামা সমস্যা সমাধান করতে।
কুয়েতের স্থানীয় দৈনিক আরব টাইমস দেশটির সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের বরাত দিয়ে আরো জানায়, ধারণা করা হচ্ছে এক লক্ষ ত্রিশ হাজার অবৈধ অভিবাসীদের মধ্যে প্রায় ৪০ হাজার অবৈধ অভিবাসীরা এই সুযোগটিকে কাজে লাগিয়ে বৈধ হতে সক্ষম হবেন।
জরিমানা পরিশোধ করে আকামা সমস্যা সমাধানের এই সুযোগটি আগামীকাল থেকে শুরু করে ডিসেম্বরের শেষ পর্যন্ত।
উল্লেখ্য, প্রায় ৮ মাস আগে অবৈধ অভিবাসীদের জন্য কুয়েত সরকার সাধারণ ক্ষমা ঘোষণা করেছিল। সে সময় পাঁচ হাজারেরও বেশি বাংলাদেশিরা উক্ত সুযোগটিকে কাজে লাগিয়ে বাংলাদেশে যান। কিন্তু তখন কুয়েত সরকারের খরচে অবৈধ অভিবাসীদের দেশে পাঠালেও এবার সাধারণ ক্ষমা ঘোষণার পর ছাপ জানিয়ে দেওয়া হয়েছে মেয়াদোত্তীর্ণ আকামার জরিমানা পরিশোধ ও নিজ খরচে কুয়েত ছাড়তে হবে।
তবে দেশটির নীতিনির্ধারকরা জানিয়েছেন যে, এই সুযোগে যেসব আকামাহীন প্রবাসীরা কুয়েত ছাড়বেন; তারা পুনরায় কুয়েতে প্রবেশের বৈধতা পাবেন।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |