আজ শুক্রবার | ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২৫শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | দুপুর ১২:১৫
মুহাম্মদ জালাল উদ্দিন কুয়েত:-কুয়েতে করোনার নতুন স্ট্রেইনে আক্রান্তের সংখ্যা বেড়ে গেছে। এর মধ্যে বিদেশি শ্রমিকদের জাল পিসিআর সনদ ধরা পড়ছে।
এ কারণে বাংলাদেশসহ আট দেশের নাগরিকদের দেশটিতে প্রবেশের পূর্বে পিসিআর সনদ মুনার অ্যাপসের মাধ্যমে যাচাই-বাছাই করা হবে।
মঙ্গলবার সিভিল এভিয়েশনের প্রকাশিত বিজ্ঞপ্তির বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম আরব টাইমস ও আল রায় এক সংবাদে বিষয়টি নিশ্চিত করেছে।
এতে উল্লেখ করা হয়, পিসিআর পরীক্ষার ৭২ ঘণ্টার মধ্যে কুয়েতের মুনা অ্যাপসের মাধ্যমে যাচাই-বাছাই করা হবে। আগামী ২৫ মার্চ থেকে এ আদেশ কার্যকর হবে বলে জানা গেছে ।
যাদের করোনা রিপোর্ট নেগেটিভ আসবে, দেশটিতে শুধু তাদের প্রবেশের অনুমতি দেওয়া হবে। বাংলাদেশ, ভারত, নেপাল, শ্রীলংকা, ফিলিপাইন, আরব আমিরাত, তুরস্কসহ আট দেশের পরীক্ষাগার গুলো ‘মুনা’ সিস্টেমের সঙ্গে যুক্ত হয়েছে, যা কুয়েতের বাইরে পরীক্ষাগারগুলোর নিরীক্ষণে বিশেষজ্ঞ এবং তাদের দ্বারা প্রদত্ত পিসিআর প্রশংসাপত্রগুলোর বিশ্বাসযোগ্যতা বিষয়টি নিশ্চিত করবে।
নতুন স্ট্রেইনের করোনা ভাইরাসের বৈশ্বিক মহামারি পরিস্থিতি বিবেচনায় এবং ভাইরাস মোকাবিলায় কুয়েতের স্বাস্থ্য কর্তৃপক্ষ নিরীক্ষণের জন্য ‘মুনা’ অ্যাপসটি ব্যবহার করছে।
Dhaka, Bangladesh শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:18 AM |
Sunrise | 6:39 AM |
Zuhr | 12:00 PM |
Asr | 3:00 PM |
Magrib | 5:20 PM |
Isha | 6:41 PM |