আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ১০:০৭
কামরুল হাসান বাবলু ::-আজও জামিন হয়নি কুয়েতে গ্রেফতার এমপি পাপুলের,পরবর্তী শুনানি আগামী ১২ নভেম্বর ।এদিকে কুয়েত সোলায়বীয়া কেন্দ্রীয় কারাগার থেকে আজ সকাল ৯ টায় কুয়েত সিটির মালিয়া কোর্টে নিয়ে আসে ।তবে দুপুরে ২ টায় ৪তলায় বিচারক আব্দুল্লাহ ওসমান এর এজলাসে হাজির করা হয় ।এই সময় তার আইনজীবীরা জামিন চাইলে বিচারক তা বাতিল করে ১২ নভেম্বর বৃহস্পতিবার পরবর্তী তারিখ নির্ধারণ করেন ।
একটি বিশ্বস্থ সূত্র জানায় ,১২ নভেম্বর রায়ের তারিখ ঘোষণার একটা সম্ভাবনা রয়েছে ।যুক্তি তর্ক শেষ পর্যায়ে রয়েছে এমনটা জানিয়েছেন সূত্রটি।
এদিকে ১৫ জুন কারাগারে পাঠানোর পর গত ২৫জুন ও ৯জুলাই,১৯জুলাই,২৭জুলাই, ৯ আগস্ট ,২৩ আগস্ট,১৭ সেপ্টম্বর,২২ অক্টোম্বর এবং আজ ৫ নভেম্বর বৃহস্পতিবার পাপুলকে মহামান্য বিচারকের সামনে হাজির করা হয় ।এই নিয়ে মোট ৯ বার পাপুলকে আদালতে হাজির করা হলো ।এর আগে ১ অক্টোবর হাজিরার নির্ধারিত তারিখ থাকলেও ঐদিন কুয়েতের আমিরের মৃর্তু জনিত সরকারি ছুটি থাকার কারণে তোলা হয় নাই ।বিচারক নিজের ক্ষমতা বলে গত ২২ অক্টোবর হাজিরার দিন তারিখ ঘোষণা করেন।পরবর্তী তারিখ নির্ধারণ করা হলো আগামী ১২ নভেম্বর বৃহস্পতিবার ।এইদিন হয়তো রায়ের তারিখ ঘোষণা হতে পারে এমন আবাস পাওয়া গিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে ।বিচারক আব্দুল্লাহ ওসমান এর এজলাসে চলছে পাপুলের বিচার কার্য ।
এদিকে আজ বিচারক আবদুল্লাহ আল-ওসমানের নেতৃত্বে সুপ্রিম কোর্ট মানব পাচার, অর্থ পাচার, এবং ঘুষ মামলায় ১০,০০০ দিনার আর্থিক গ্যারান্টি সহ প্রতিনিধি সালাহ আবদেল-রেদা খোরশিদকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
অন্যদিকে পাপুলকে বেশ বিমূর্ষ দেখা গিয়েছে ।পাপুলকে হেন্ডকাপ পড়ায়ে নিয়ে আসা হয়ে একেই সাথে পাপুলকে এক কালারের জেলখানার পোশাক পরিহিত দেখা যায় ।পাপুলের মামলা নাম্বার ৯২৪১/2020 .
লক্ষ্মীপুর-২ আসন থেকে নির্বাচিত স্বতন্ত্র সংসদ সদস্য কাজি শহিদ ইসলাম কুয়েতের রেসিডেন্ট পারমিটধারী একজন ব্যবসায়ীও। তার অবৈধ ব্যবসা এবং জাল-জালিয়াতির অভিযোগ ওঠে গত ফেব্রুয়ারিতে। তখন তাকে আটকের জন্য কুয়েত সিআইডি অভিযানও চালিয়েছিল। তখন তার দুই সহযোগী গোয়েন্দা জালে আটকা পড়লে তিনি ঢাকায় পালিয়ে নিজেকে রক্ষায় সক্ষম হন। কিন্তু শেষ রক্ষা হয়নি। পরবর্তীতে তিনি কুয়েত সিটিতে গেলে (গত ৬ জুন) সিআইডি টিম তাকে তাদের হেফাজতে নিয়ে নেয়।একনাগাড়ে ১০দিন রিমান্ডে থাকার পর জামিন না দিয়ে ১৪ জুন তাকে আদালতে উপস্থাপন করলে বিচারক তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান। সেই থেকে তিনি কারাগারেই আছেন। দীর্ঘ সময় তিনি রিমাণ্ডে থাকাকালীন সময় তার সহযোগী দেশি-বিদেশি রাগব-বোয়ালদের বিষয়ে বিস্ফোরক তথ্য দিয়েছেন।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |