আজ বুধবার | ২৪শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |৮ই রজব, ১৪৪৬ হিজরি | রাত ১১:২১
বিডি দিনকাল ডেস্ক:- শুক্রবার বিকালে নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহানগর দক্ষিনের কালো পতাকা মিছিলপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, ‘‘ দেশে তিনটা শিক্ষা রয়েছে। অশিক্ষা, কুশিক্ষা আর সুশিক্ষা। আজকে জনগণের টাকায় বেতন নিয়ে কুশিক্ষিতরা বিরোধী নেতাকর্মীদের ওপর গুলি চালাচ্ছে, এই কুশিক্ষিতরা বিচারের প্রহসন করছেন, তারা জেলখানায় বিরোধী নেতাকর্মীদের পিটিয়ে হত্যা করছেন। এই কুশিক্ষিত লোকগুলো দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। তারা দেশকে ভালোবাসে না, টাকাকে, লুটকে ভালোবাসে।
‘‘ এই সরকারকে বিদায় করতে না পারলে দেশের মানুষ মারা যাবে, স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে।”
তিনি বলেন, ‘‘ ব্রিটিস শাসকরা পাকিস্তানিরা্ এদেশ থেকে যা লুট করেছে, এর চেয়ে বেশি লুট করেছে এই লুটেরা সরকার, অবৈধ্ ফ্য্যাসিস্ট সরকার। এদের কাছে দেশপ্রেম বলে কিছু নেই।”
জনগনকে সরকার হটানোর চূড়ান্ত আন্দোলনের জন্য সর্বাত্মক প্রস্তুতি নেয়ার আহ্বান জানান আব্বাস।
দক্ষিনের আহ্বায়ক আবদুস সালামের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক ইউনুস মৃধা ও লিটন মাহমুদের সঞ্চালনায় এই সংক্ষিপ্ত সমাবেশে স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুব দলের সুলতান সালাউদ্দিন টুকু, স্বেচ্ছাসেবক দলের রাজিব আহসান, কৃষক দলের শহিদুল ইসলাম বাবুল, ছাত্র দলের রাশেদ ইকবাল খান প্রমূখ বক্তব্য রাখেন।
কালো পতাকা গণমিছিলে বিএনপির বরকত উল্লাহ বুলু, মোহাম্মদ শাহজাহান, মনিরুল হক চৌধুরী, আবুল খায়ের ভুঁইয়া, আসাদুজ্জামান রিপন, শামসুর রহমান শিমুল বিশ্বাস, ফজলুল হক মিলন, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, কামরুজ্জামান রতন, অধ্যক্ষ সেলিম ভুঁইয়া, মীর সরাফত আলী সপু, আবদুল খালেক, মীর নেওয়াজ আলী, রফিকুল ইসলাম, আবদুল কাদির ভুঁইয়া জুয়েল, আনিসুর রহমান তালুকদার খোকন প্রমূখ ছিলেন।
ঢাকা মহানগর দক্ষিনের উদ্যোগে নয়া পল্টন থেকে রাজধানী মার্কেট এবং ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে শ্যামলি স্কোয়ার থেকে লিংক রোড হয়ে মোহাম্মদপুরে বছিলা চৌরাস্তা পর্যন্ত … এই দুইটি গণমিছিল হয়। দুইটি গণমিছিলে কালো পতাকা হাতে হাজার হাজার নেতা-কর্মী নিয়ে অংশ নেয়।
আগামিকাল শনিবার একই দাবিতে অন্যান্য মহানগরেও কালো পতাকা গণমিছিল করবে বিএনপিসহ সমমনা জোটগুলো।
২ জুলাই এক দফা আন্দোলনের কর্মসূচি ঘোষণার পর এই পর্যন্ত বিএনপিসহ সমমনা জোটগুলো ঢাকায় পদযাত্রা, ঢাকায় মহাসমাবেশ, রাজধানীর প্রবেশমুখে অবস্থান কর্মসূচি, ঢাকাসহ মহানগরে গণমিছিলের কর্মসূচি করে। কলো পতাকা মিছিল একদফা আন্দোলনের পঞ্চম কর্মসূচি।
বিএনপি ছাড়া শুক্রবার রাজধানীতে কালো পতাকা গণমিছিল করেছে শাহবাগে গণতন্ত্র মঞ্চ, বিজয়নগরে ১২ দলীয় জোট, পুরানা পল্টনে জাতীয়তাবাদী সমমনা জোট, আরামবাগে গণফোরাম ও পিপলস পার্টি, পান্থপথে এলডিপি, জাতীয় প্রেসক্লাবে লেবার পার্টি, গণঅধিকার পরিষদ(রেজা কিবরিয়া)ও সাধারণ ছাত্র অধিকার পরিষ, ফকিরাপুল কালভার্ট রোডে গণঅধিকার পরিষদ(নূর), মালিবাগে এনডিএম, সেগুনবাগিচায় গণতান্ত্রিক বাম ঐক্য, বিজয় নগর শ্রমভবনের সামনে এবি পার্টি, বিজয়নগর পানি ট্যাংকের জনতার অধিকার পার্টি কাছ থেকে কালো পতাকা পতাকা মিছিল বের করে।
Dhaka, Bangladesh বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:22 AM |
Sunrise | 6:42 AM |
Zuhr | 12:05 PM |
Asr | 3:07 PM |
Magrib | 5:28 PM |
Isha | 6:48 PM |