আজ বৃহস্পতিবার | ২৯শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | ১৪ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | রাত ১১:২৩
সনাতনী ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে কুষ্টিয়া সদর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন কুষ্টিয়া জেলা বিএনপির সদ্য ঘোষিত আহ্বায়ক কুতুবউদ্দিন আহমেদ ও সদস্য সচিব ইন্জিঃ জাকির হোসেন সরকার।
শনিবার (১২ই অক্টোবর) বিকেল থেকেই দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে কুষ্টিয়া সদর উপজেলার ৩৫ টির ও বেশী পূজা মন্দির পরিদর্শন ও উপস্থিত সনাতনী ধর্মালম্বীদের সাথে মতবিনিময় করেন তিনি।
এসময় তাদের সাথে উপস্থিত ছিলেন সাবেক সমন্বয়ক কুষ্টিয়া জেলা যুবদলের আহ্বায়ক মো আব্দুল মাজেদ,হরিনারায়ণপুর ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক ও সদর থানা কৃষক দলের সভাপতি মিজানুর রহমান মিজান, হরিনারায়ণপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুর রশীদ, ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রাশিদুজামান রাশেদ,জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো জামিরুল ইসলাম জামির।
এসময় হরিনারায়ণপুর বারোয়ারী পূজা মন্ডপে বক্তৃতাকালে মো কুতুবউদ্দিন আহমেদ বলেন, আমরা কুষ্টিয়া জেলার ৩৫ টির ও বেশী মন্দির পরিদর্শন করেছি এবং সেখানকার উপস্থিত বিভিন্ন মন্দির কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে কথা বলেছি তারা নির্বিগ্নে পূজা উদযাপন করছে এটা দেখে আমরা অনেক খুশি ভবিষ্যৎ এ এর থেকেও সুন্দর পরিবেশে পূজা উদযাপন হবে।
জেলা বিএনপির সদস্য সচিব তার বক্তব্যে বলেন, এদেশে কেও সংখ্যালঘু নয়,আমরা সবাই বাংলাদেশী তাই অন্য সম্প্রদায়ের মানুষের সংখ্যালঘু হয়ে থাকার দরকার নাই সবাই সমান অধিকার নিয়ে বাচঁতে চাই।
এসময় মন্দির সভাপতির নিকট কিছু আর্থিক সাহায্যে দেওয়া হয়।
Dhaka, Bangladesh বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 4:54 AM |
Sunrise | 6:12 AM |
Zuhr | 11:43 AM |
Asr | 2:51 PM |
Magrib | 5:13 PM |
Isha | 6:31 PM |