আজ শনিবার | ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১১ই রজব, ১৪৪৬ হিজরি | রাত ৩:৩৯
কুষ্টিয়া:- কুষ্টিয়ার কুমারখালীতে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় এক সাংবাদিককে কারাগারে পাঠিয়েছে পুলিশ। আজ মঙ্গলবার বিকেলে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়। এর আগে বেলা সাড়ে ১১টার দিকে তাঁকে কুমারখালী থানা মোড় এলাকা থেকে পুলিশ গ্রেপ্তার করে।
ওই সাংবাদিকের নাম ফরহাদ আসিফ ওরফে টিপু (৪৫)। তিনি দৈনিক যায়যায়দিনের উপজেলা প্রতিনিধি ও উপজেলার বাটিকামারা গ্রামের বাসিন্দা। গতকাল সোমবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে তাঁর বিরুদ্ধে মামলা করা হয়।
কুমারখালী থানা-পুলিশ জানায়, ফরহাদ তাঁর ফেসবুক আইডি থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকৃত একটি ছবি শেয়ার দেন। এ ঘটনায় শহরের এলঙ্গীপাড়ার বাসিন্দা কুমারখালী শহর যুবলীগের সাংগঠানিক সম্পাদক ফরহাদ ইমরান বাদী হয়ে কুমারখালী থানায় একটি মামলা করেন। ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনের ২৯(১)/৩১(২) ধারায় ইলেকট্রনিক বিন্যাসের মাধ্যমে মানহানিকর তথ্য প্রকাশ করে বিদ্বেষ ও আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর অপরাধে ফরহাদকে আসামি করা হয়। এ মামলায় অজ্ঞাতনামা আরও তিন-চারজনকে মামলায় আসামি দেখানো হয়েছে।
কুমারখালী থানার উপপরিদর্শক জহুরুল ইসলাম বলেন, আদালত আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। পরে তাঁকে কুষ্টিয়া কারাগারে পাঠানো হয়েছে।
শহর যুবলীগের সাংগঠনিক সম্পাদক ফরহাদ ইমরান বলেন, ‘আমার নেত্রীকে (শেখ হাসিনা) নিয়ে ফেসবুকে বাজে মন্তব্য করবে, আমরা শেখ মুজিবের সৈনিক হিসেবে বসে থাকতে পারি না। তাই মামলা করেছি।’
Dhaka, Bangladesh শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:06 PM |
Asr | 3:09 PM |
Magrib | 5:29 PM |
Isha | 6:49 PM |