আজ মঙ্গলবার | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ১২:২৬
কুড়িগ্রাম প্রতিনিধি : = কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিশেষ অভিযান চালিয়ে ৫ জুয়ারীকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২৩ মে) মামলা দিয়ে কুড়িগ্রাম জেল হাজতে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন, আবুল কাশেমের ছেলে আজহারুল ইসলাম (৩৫), মজিদ সরকারের ছেলে আনিছুর (৩০), সেকেন্দারের ছেলে ছাত্তার (৬০), ইয়াহিয়ার ছেলে জিয়াউর (৩৫) ও কলিম উদ্দিনের ছেলে রবিউল (৪৫)। সকল আসামীর বাড়ি উপজেলার আন্ধারীঝাড় ইউনিয়নের খামার আন্ধারীঝাড় গ্রামে।
রোববার (২৩ মে) গভীর রাতে উপজেলার আন্ধারীঝাড় ইউনিয়নের খামার আন্ধারীঝাড় গ্রাম থেকে জুয়া খেলারত অবস্থায় তাদেরকে গ্রেফতার করা হয়।
পূলিশ জানায়, রোববার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে ভূরুঙ্গামারী থানার একদল পুলিশ আন্ধারীঝাড় ইউনিয়নের খামার আন্ধারীঝাড় গ্রামে বিশেষ অভিযান চালায়। এসময় জুয়া খেলারত অবস্থায় সেখান থেকে পাঁচ জুয়ারীকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে পুলিশ।
ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের নামে মামলা হয়েছে। আসামীদেরকে কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হয়েছে।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |