- প্রচ্ছদ
-
- বাংলাদেশ
- কুড়িগ্রামে আঞ্চলিক পাসপোর্ট অফিস উদ্বোধন
কুড়িগ্রামে আঞ্চলিক পাসপোর্ট অফিস উদ্বোধন
প্রকাশ: ১৫ অক্টোবর, ২০২৩ ১২:১৫ অপরাহ্ণ
রফিকুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি #কুড়িগ্রামে আঞ্চলিক পাসপোর্ট অফিসের উদ্বোধন করা হয়েছে। গত শনিবার বিকালে কুড়িগ্রাম বাস টার্মিনালের পাশে ২৫ শতক জমির উপর নির্মিত পাসপোর্ট ভবনটি উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোঃ জাকির হোসেন এমপি। ১৬টি আঞ্চলিক পাসপোর্ট অফিস নির্মাণ প্রকল্পের আওতায় এই অফিসটি উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব পনির উদ্দিন আহমেদ, কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক এম এ মতিন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমান উদ্দিন আহমেদ মঞ্জু, কুড়িগ্রাম পৌরসভার মেয়র কাজিউল ইসলাম, প্রকল্প পরিচালক ও স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের যুগ্ম সচিব সারোয়ার হোসেন, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক সেলিনা বানু, স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের সুরক্ষা সেবা বিভাগের উপ-সচিব আমিন আল পারভেজ, অতিরিক্ত জেলা প্রশাসক খন্দকার মোদাচ্ছির বিন আলী, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রুহুল আমিন প্রমুখ।
কুড়িগ্রামে তিন কোটি ৭২ লাখ টাকা ব্যয়ে এই তিনতলা ভবণে (প্রায় ৮ হাজার বর্গফুট আয়তনের) সাচ্ছন্দ্যে দ্রুত পাসপোর্ট ও ইমিগ্রেশন এর সব ধরণের সেবা পাবেন বলে জানানো হয়। এ প্রকল্পে ব্যয় ধরা হয় চার কোটি ৬৫ লক্ষ ২৬ হাজার টাকা এবং মেয়াদ ছিলো ২০২৩ সালের ডিসেম্বর মাস পর্যন্ত নির্ধারিত সময়ের আগেই কাজ বাস্তবায়ন হওয়ায় ৯২ লক্ষ ৫৮ হাজার ২০০ শত টাকা সাশ্রয় হয়।
Please follow and like us:
20 20