আজ মঙ্গলবার | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ১২:১৯
মোঃ রফিকুল ইসলাম, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি-কুড়িগ্রাম জেলা মৎস্য বিভাগের আওতায় অনাবাদি জলাশয় সংস্কারে স্থানীয়দের মাছের চাহিদা মেটানোসহ সুফলভোগীদের আত্মকর্মসংস্থান সৃস্টিতে নতুন স্বপ্ন দেখাচ্ছে মৎস্য অধিদপ্তর কুড়িগ্রাম।জানা গেছে, কুড়িগ্রাম জেলা মৎস্য বিভাগের আওতায় জলাশয় সংস্কারের মাধ্যমে মৎস্য উৎপাদন বৃদ্ধি শীর্ষক প্রকল্পের আওতায় ৫টি বিল ৭টি প্রাতিষ্ঠানিক জলাশয় ও ২৯টি পাউবো বরোপিট পুনঃখনন করা হচ্ছে।
কুড়িগ্রাম সদরে চৌধুরী বাড়ী হতে আজর আলীর বাড়ী পর্যন্ত পাউবো বারোপিট (অংশ-১,২,৩), উলিপুর উপজেলার বেগমগঞ্জ বারোপিট (অংশ-১,২,৩) এবং টোপের বাজার ছড়া পুনঃখনন (অংশ-১,২), রাজারহাট উপজেলার নাকান্দা বিল, সাতবোন বুড়িরদহ বিল (অংশ-১,২,৩,৪) এবং ফুলবাড়ী উপজেলার বরোপিট (অংশ -১,২) বাস্তবায়নকারী স্থানীয় সুফলভোগীরা প্রকল্পের নিয়ম যথাযতঅনুসরণ করে প্রকল্প বাস্তবায়নে যথাসাধ্য চেষ্টা করছে। প্রকল্পের পাশ্ববর্তী সাইনবোর্ড, জলাশয়ের তলায় স্বাক্ষী প্রায় সকল প্রকল্পে দেখা গেছে। সফলভাবে জলাশয় পুনঃখননের মাধ্যমে স্থানীয়দের মাছের চাহিদা মেটানোসহ সুফলভোগীদের মাধ্যমে মাছ চাষ করে অর্থিকভাবে লাভবানসহ স্বাবলম্বী হয়ে উঠবে বলে তারা আশা প্রকাশ করছেন।
টোপের বাজার ছড়া পুনঃ খনন প্রকল্পের সভাপতি গোলাম আজম ও সাধন সরকার বলেন, কুড়িগ্রাম জেলা মৎস্য বিভাগের অধীনে জলাশয় পুনঃখনন প্রকল্পে বিধি মোতাবেক কাজ করছি। আশা করছি বন্যায় আর বিলের মাছ বের হবেনা ফলে প্রতি বছরের ন্যায় আর ক্ষতিগ্রস্থ হবো না। আমরা সুফলভোগীরা এ বিলে মাছ চাষ করে অর্থিকভাবে লাভবান হতে পারবো এবং পরিবার পরিজন নিয়ে সুখ শান্তিতে জীবন নির্বাহ করতে পারবো।
স্থানীয় একাধিক ব্যক্তি মৎস্য বিভাগ, কুড়িগ্রামকে ধন্যবাদ জানিয়ে বলেন, পুনঃখনন করায় আমরা আনন্দিত । আমাদের মাছের চাহিদা মেটানোসহ সুফলভোগীরা লাভবান হতে পারবে। বিলের বাকি অংশ আগামী বছরে সংস্কারের দাবী স্থানীয়দের।
এ ব্যাপারে কুড়িগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা কালিপদ রায় বলেন, জেলায় চলমান সকল কার্যক্রম জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন ও জন প্রতিনিধিবৃন্দের সার্বিক সহায়তা নিয়ে প্রকল্পের ড্রয়িং ও ডিজাইন অনুযায়ী কাজ শেষ পর্যায়ে। কাজের মান নিয়ে আমরা সন্তুষ্ট দলগতভাবে সকলের প্রচেষ্টায় কাজ প্রায় শেষ। আশা করছি এ বছরেই সংস্কারকৃত জলাশয়সমূহ মাছ উৎপাদনে ব্যবহৃত হবে।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |