আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ৭:১৫
মোঃ রফিকুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধিঃ-কুড়িগ্রামের দুর্গাপুর ইউনিয়নের গোড়াই মিয়াজি পাড়া এলাকার বাসিন্দা মৃত খলিলুর রহমানের পুত্র কৃষক আবু বকর সিদ্দিক। পেশায় কৃষক হলেও শুধুমাত্র কৃষি নির্ভর আয় তাকে কোন ভাবেই উৎসাহিত করছিল না। কৃষি থেকে সরে এসে বিকল্প কোন আয় সৃষ্টির উদ্যোগ নেয়ার পক্ষে তিনি। এরই লক্ষ্যে তিনি কৃষি কাজের পাশা পাশি সামান্য প্রশিক্ষণ নিয়ে নিজ বাড়ীর উঠোনে গড়ে তুলেছে মিনি পল্ট্রি ফার্ম। মাত্র ১৪ হাজার টাকায় একটি ইনকিউবেটর মিশিন কিনে সেখানে হাস, মুরগি ও কোয়েল পাখির ডিম ফুটিয়ে বাচ্চা বের করে বিভিন্ন এলাকায় বিক্রি করছেন। কৃষক আবু বকর সিদ্দিক এর পল্ট্রি ফার্ম থেকে বিভিন্ন এলাকায় পল্ট্রি খামারীরা মুরগী বাচ্চা সংগ্রহ করছে। হাট বাজার ও খামার থেকে হাস মুরগি ও কোয়েল পাখির ডিম সংগ্রহ করে ইনকিউবেটরে ফুটিয়ে বাচ্চা বের করে কৃষক আবু বক্কর সিদ্দিক বিভিন্ন এলাকায় বিক্রি করছেন। ইতোমধ্যে তার এই মুরগীর বাচ্চা বিক্রির বিষয়টি নিজ এলাকা ছাড়াও কুড়িগ্রামের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়েছে। স্বল্প পূঁজি বিনিয়োগ করে কৃষক আবু বক্কর সিদ্দিক পল্ট্রি খামার গড়ে তুলে নিজে সাবলম্বী হয়েছেন এবং পরিবারের অন্যদের কর্মসংস্থানের পথ সৃষ্টি করেছেন। এলাকায় তাকে দেখে এখন অনেকেই পল্ট্রি ফার্ম গড়ার স্বপ্ন দেখছেন। এখন তিনি পল্ট্রি ফার্মের মুরগীর বাচ্চা বিক্রি করে আয় ভালো হওয়ায় এলাকায় বৃহৎ আকারে পল্ট্রি ফার্ম গড়ে তোলার স্বপ্ন দেখছেন।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |