- প্রচ্ছদ
-
- রংপুর
- কুড়িগ্রাম পুলিশ লাইন্স স্কুলের বার্ষিক ফলাফল প্রকাশ ত্ত অভিভাবক সমাবেশ আনুষ্ঠিত
কুড়িগ্রাম পুলিশ লাইন্স স্কুলের বার্ষিক ফলাফল প্রকাশ ত্ত অভিভাবক সমাবেশ আনুষ্ঠিত
প্রকাশ: ৭ ডিসেম্বর, ২০২৩ ১:২৬ অপরাহ্ণ
রফিকুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি # ০৭ ডিসেম্বর ২০২৩ কুড়িগ্রাম পুলিশ লাইন্স স্কুলের শিক্ষার্থীর বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। বিশেষ কৃতিত্ব সম্পন্ন শিক্ষার্থীদের রেজাল্ট কার্ড তুলে দিয়ে অভিনন্দন জানানো হয়। সকল শিক্ষার্থী উজ্জ্বল আলোক প্রভায় এগিয়ে যাওয়ার প্রত্যয়ে একই সাথে অনুষ্ঠিত হয় অভিভাবক সমাবেশ। আলোচনা করা ২০২৪ সালের শিক্ষার্থী ও স্কুলের মানোন্নয়নের বিভিন্ন অভীষ্ট লক্ষ্য নিয়ে।
অনুষ্ঠানে কুড়িগ্রাম পুলিশ লাইন্স স্কুলের প্রধান শিক্ষক জনাব মোঃ শামসুল আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার, কুড়িগ্রাম ও কুড়িগ্রাম পুলিশ লাইন্স স্কুলের সভাপতি জনাব আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) জনাব মোঃ রুহুল আমীন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জনাব মোঃ সাজ্জাদ হোসেন, কুড়িগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব এ.কে.এম. ওহিদুন্নবী, কুড়িগ্রাম মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ জনাব রবীন্দ্রনাথ, অভিভাবক সদস্য জনাব মিজানুর রহমান মিন্টু সহ পুলিশ লাইন্স স্কুলের অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
আগামীর আলোকিত কুড়িগ্রামের নান্দনিক শিক্ষায়তন কুড়িগ্রাম পুলিশ লাইন্স স্কুল।
Please follow and like us:
20 20