আজ বৃহস্পতিবার | ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২৪শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ৬:৪১
মোস্তফা ইমরান রাজু, মালয়েশিয়া প্রতিনিধি :জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভি’র ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশীরা। রবিবার রাজধানী কুয়ালালামপুরের বুকিত বিনতাং এর একটি রেস্টুরেন্টে কেক কেটে ও প্রিয় চ্যানেলকে শুভেচ্ছা জানানোর মধ্য দিয়ে শেষ হয় এ অনুষ্ঠান। এসময় আমন্ত্রিত অতিথিদের টেলিফোনে ধন্যবাদ জানান আরটিভি’র প্রধান নির্বাহী সৈয়দ আশির রহমান।
করোনার মহামারির মধ্যে সরকারের বিধিনিষেধ মেনে সংক্ষিপ্ত পরিসরে আয়োজিত এ অনুষ্ঠানে বাংলাদেশ কমিউনিটি’র বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন। এসময় নিরপেক্ষতা বজায় রেখের আরটিভি’র সংবাদ পরিবেশন, বিশেষ করে প্রবাসীদের নিয়ে আরটিভি’র নানা খবরাখবর পরিবেশনের প্রশংসা করেন আগত অতিথিরা। সবসময় প্রবাসীদের পাশে থাকায় ধন্যবাদ জানান আরটিভি’র মালয়েশিয়া প্রতিনিধি মোস্তফা ইমরান রাজু’কে। একই সঙ্গে নাটক, টকশো ও বিভিন্ন প্রোগ্রামের নিয়মিত আয়োজনে আরটিভি মানুষের মনে স্থান করে নিয়েছেন বলে মন্তব্য করেন তারা।
প্রতিষ্ঠাবার্ষিকী’র এ অনুষ্ঠানে করোনা মহামারির মধ্যে অসহায় প্রবাসীদের পাশে থাকায় কমিউনিটি ব্যাক্তিত্ব নাজমুল ইসলাম বাবুল ও জসীম উদ্দিন চৌধুরী’কে ‘করোনার সম্মুখ যোদ্ধা’র স্বীকৃতি দেয়া হয়।
আরটিভি প্রতিনিধি ও বাংলাদেশ কমিউনিটি প্রেসক্লাব, মালয়েশিয়ার সভাপতি মোস্তফা ইমরান রাজু তার বক্তব্যে বলেন, সংবাদ পরিবেশনে আরটিভি সবসময় নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতায় বিশ্বাস করে।
অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দের পাশাপাশি বিভিন্ন গনমাধ্যমে কর্মরত প্রবাসী সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
Dhaka, Bangladesh বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:18 AM |
Sunrise | 6:39 AM |
Zuhr | 11:59 AM |
Asr | 2:59 PM |
Magrib | 5:20 PM |
Isha | 6:40 PM |