আজ বুধবার | ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২৩শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সন্ধ্যা ৭:৪৫
মুহাম্মদ জালাল উদ্দিন কুয়েত থেকেঃ–কুয়েতে জাতীয় দিবস ও স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশ প্রবাসী ফুটবল ফেডারেশন কুয়েত কর্তৃক আয়োজিত হালা ফেব্রুয়ারী -২০২২ ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা কুয়েতস্হ সুররা গ্রেস গ্রাউন্ডে চট্টগ্রাম মোহামেডান কুয়েত বনাম গোল্ডেন ফেইজের মধ্যে অনুষ্ঠিত হয়েছে।
খেলা প্রথমার্ধে ১—-১ গোলে অমিমাংশিত ভাবে শেষ হয়।পরে ট্রাইবেকারে গোল্ডেন ফেইজ ৩——২ গোলে চট্টগ্রাম মোহামেডান কুয়েতকে পরাজিত করে চ্যাম্পিয়ন ট্রফি অর্জন করে। (গোল্ডেন ফেইজ ৩,চট্টগ্রাম মোহামেডান কুয়েত ২)খেলায় মোট ৮টি দল অংশ নিয়ে ছিল।
বাংলাদেশ প্রবাসী ফুটবল ফেডারেশন কুয়েতের সভাপতি জায়েদুর রহমান জায়েদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-পাবলিক অর্থারিটি ডিপার্ট্মেন্টের প্রধান আব্দুল আজিজ আল-আসই।
লিয়াকত খানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন পাবলিক অর্থারিটি ডিপার্ট্মেন্টের জেনারেল সুপারভাইজার ইউসুফ আল-হেন্দি,সংগঠনের প্রধান উপদেষ্টা মাহফুজুর রহমান মাহফুজ,উপদেষ্টা আক্তারুজ্জামান শামস্,নাসির উদ্দিন হাওলাদার, ক্রীড়া অঙ্গণের আহবায়ক রফিকুল ইসলাম ভুলু,সংগঠনের সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন,জাহিদ শাহীন, সাঈদ নূর প্রমুখ।
এছাড়া আনছার উদ্দিন, সেকান্দর আলী, আমিনুল ইসলাম, মোবারক খান, নজরুল ইসলাম, আহমেদ আলী, আব্দুস কুদ্দুছ, ইসলাম,শেখ রনি,রবিউল,আজগর আলীসহ অনেকে এসময়ে উপস্থিত ছিলেন।
খেলা শেষে অতিথিবৃন্দ খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করেন। আব্দুল আজিজ আল-আসই এবং ইউসুফ আল-হেন্দিকে ক্রেষ্ট দিয়ে সম্মানিত করা হয় বাংলাদেশ প্রবাসী ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে।
Dhaka, Bangladesh বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:38 AM |
Zuhr | 11:59 AM |
Asr | 2:59 PM |
Magrib | 5:19 PM |
Isha | 6:40 PM |