আজ রবিবার | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ১১:৩১
pnbd24:-কুয়েতে গ্রেফতার মারফি কুয়েতিয়া কোম্পানির সিইও লক্ষিপুর রায়পুরের এমপি শহীদ ইসলাম পাপুলের আপন দুই ভাই নিজেদের আত্মরক্ষার্থে খুবেই গোপনীয় ভাবে এই মাসেরই প্রথম সপ্তাহে কাতার এয়ার ওয়েজের একটি ফ্লাইটে দেশে চলে এসেছে ।কুয়েতে বাংলাদেশ কমিউনিটিতে প্রচার রয়েছে তারা পালিয়ে এসেছে। যখন তাদের ভাই পাপুল গ্রেফতার হয় তখন কুয়েতে এই দুই ভাই গ্রেফতার আতঙ্কে ভুগছিলেন। তখন কুয়েতে প্রচার হয় এই দুই ভাইকেও সিআইডি গ্রেফতার করেছে ।এক পযায়ে তারা তাদের ফোন বন্ধ করে রেখেছিলো ওই সময় ।পাপুলের মেজো ভাই হিসেবে পরিচিত কাজী মঞ্জুরুল আলম মারফি কুয়েতিয়া কোম্পানিটির জিএম হিসেবে ছিলেন।একেই সাথে তিনি বিএনপির কুয়েত শাখার বর্তমান আহ্বায়ক কমিটির একজন সদস্য,এর আগে একাংশের সাধারণ সম্পাদক ছিল।আর তাদের ছোট ভাই কাজী লিটনকেও কোম্পানিটির একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়ে রেখেছিলো পাপুল ।তাদের আরেক ভাই কাজী শফিক তিনি ফাইনেন্স শাখায় দায়িত্বে আছেন ।
এদিকে কাজী মঞ্জু ও লিটন এখন দেশে এসে তাদের অবৈধ অর্থের সম্পদ রক্ষার জন্য ব্যাপক প্রচেষ্টা চালাচ্ছে ।ইতোমধ্যে দুদক এবং এনবিআর তাদের দুর্নীতির তদন্ত চালাচ্ছে বিভিন্ন ভাবে ।ইতি মধ্যে দেশের সকল জাতীয় পত্র পত্রিকায় বেশ গুরুত্ব সহকারে প্রকাশ হয়ে পরে তাদের সকল অপকর্ম ।পাপুলের পরিবারের চার সদস্য যাতে দেশ ছাড়তে না পারে তার উপর নিষেধাজ্ঞা রয়েছে ।পাপুলের নির্দেশেই কাজী মঞ্জু ও লিটন একপ্রকার পালিয়েই দেশে এসেছে বলে একটি সূত্র জানায় ।
অন্যদিকে দেশে এসেই তারা নানাভাবে বিভিন্য জনকে হুমকি ধমকি দিচ্ছেন এমন অভিযোগ পাওয়া গিয়েছে ।যারা বিভিন্ন গণমাধ্যম ,সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নানা ভাবে সহযোগিতা করেছে তাদেরকে টার্গেট করে হুমকি দিয়ে বলেছে তাদের কিছুই হবেনা ,টাকা দিয়ে তারা সব নিয়ন্ত্রণে নিয়ে নিবে।তারা বলেন, তাদের ভাই পাপুল ও ভাবি এখনো এমপি হিসেবে বহাল রয়েছে ।সময় সুযোগে তারা ব্যবস্থা নিবে ।একপ্রকার আত্মগোপনে থেকেই এই সব হুমকি দিচ্ছেন মঞ্জু ও লিটন ।
এদিকে এই ছোট ভাই কাজী লিটন মগবাজারের জববেংক ট্রাভেলস অফিসের দায়িত্বে রয়েছে।এই পর্যন্ত যত ভিসার কাজ হয়েছে মূলত তার অফিস থেকেই হয়েছে ।কাজী লিটনকে গ্রেফতার করলে ভিসা বাণিজ্যের সকল অপকর্মের তথ্য বের হয়ে আসবে বলে অভিজ্ঞ মহল মনে করেছে ।আর এদের সকলকে নানা বুদ্দি পরামর্শই দিয়ে চালাতেন কাজী মঞ্জু ।তাকেও গ্রেফতারের আওতায় আনলে সকল অপকর্মের তথ্য পাওয়া যাবে ।অবৈধ উপায়ে অর্জনের সকল কিছুই মঞ্জুর জানা রয়েছে ।মঞ্জু এখন তার পরিবার পরিজন নিয়ে বসুন্ধরার বাড়িতে অবস্থান করছে ।
এদিকে বিভিন্ন সূত্র থেকে জানাজায়,সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা কর্তৃপক্ষ কড়া নজর রেখেছে তাদের পরিবারের সকল সদস্যের উপরে ।এক এক করে যেকোনো মুহূর্তে তাদেরকেও জিজ্ঞাসাবাদের জন্য তলব করবে ।বর্তমানে দুদুক ,এনবিআরের সাথে সিআইডির অপরাধ বিভাগ তদন্ত অব্যাহত রেখেছে ।(12-7-2020)
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |