আজ শনিবার | ১৩ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৮শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২৬শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ১:৫৩
সাইফ আল রুবেল:- আসলামুলাইকুম মানব্যর রাষ্ট্রদূত মহাদয় আপনার নিকট আকুল আবেদন এই যে গত কিছুদিন আগে দূতাবাসে যে শ্রমিক সমস্যা নিয়ে আলোচনা হয়েছে তা প্রবাসীদের জন্য স্বস্তির খবর।
কিন্তু বলা বাহল্য এই যে এইখানে যাদের নিয়ে আপনারা শ্রমিক সমস্যা সমাধানের যে আলোচনা করেছেন কাদের নিয়ে। কারনা আমরা সাধারণ প্রবাসীদের মতে উনারা সবাই কুয়েতে প্রতিষ্ঠিত সবারই ফ্রাডো থেকে শুরু করে দামী দামী গাড়ি নিয়ে ঘুরে বেড়ায়।
যেহেতু এটা শ্রমিক সমস্যা নিয়ে সভা ছিল তাহলে অবশ্যই এইখানে শ্রমিকদের নিয়েই করলে ভালো হত। কেননা আপনারাই ভালো করে জানেন কুয়েতে ৯৫% আমরা বাজ্ঞালিরা খুবই নিম্নমানের কাজ করে থাকি আর ৯০% আকুদ হকুমা ভিসা নিয়েই কাজ করি। তারমানে বুঝায় যে এইখানে বেশিরভাগই আমরা ক্লিন কাজের সাথে নিযুক্ত।
এখন আসেন মূল আলোচনাতে:দূতাবাস হচ্ছে আমাদের মত সাধারণ প্রবাসীদের জন্য অবিভাবক। আর আমরা সাধারণ প্রবাসীরা আমাদের সমস্যা নিয়েত আমাদের অভিভাবক দূতাবাসকে অবহিত করব তাইনা।
যারা প্রতিনিয়ত বিভিন্ন আদম ব্যাপারী দের হাতে কোম্পানির দালালদের হাতে কোম্পানির ভিসার ব্যবসায়ীর হাতে অত্যাচারিত হচ্ছে তাদের কথা মনোযোগ দিয়ে শোনার জন্য ব্যবস্থা করুন। কেননা যাদের নিয়ে সমস্যা তারদে উপস্থিত না থাকে তাহলে কি বিষয়ক আলাপ আলোচনা, মহাশয় কাছে বিশেষ ভাবে অনুরোধ যাদেরকে নিয়ে সমস্যা তাদের সাথে আলোচনা করার জন্য অনুরোধ রইল এবং কি আপনাদের ফেইজবুক পেইজের মাধ্যমে কুয়েত প্রবাসীদের সমসাময়িক চলমান সমস্যা তুলে ধরতে চাই, এমন একটি সিস্টেম আনেন যে সহজে করা যায়।
আর আপনারা শ্রমিক সমস্যা নিয়ে যেহেতু আলোচনা করেছেন তাহলে আপনারা এটাও ভালো করে জানেন কুয়েতে কতগুলো ক্লিন কোম্পানি আছে। আপনাদের উচিত ছিল প্রত্যেকটা ক্লিন কোম্পানি থেকে তিন জন তিন জন করে একটা সমাবেশের ডাক দেওয়া। এইখান থেকে প্রত্যেকটা কোম্পানির লোক থেকে কার কোম্পানির কি সমস্যা সব শুনতেন এবং তা লিপিবদ্ধ করে কুয়েত শ্রম মন্ত্রানালয়কে অবহিত করতে পারতেন। তাহলে শ্রমিকরা এটাতে একটু স্বস্তি পেত।
আশাকরি মান্যবর রাষ্ট্রদূত আমাদের সমস্যার কথা শুনবেন এবং সমাধানের চেস্টা করবেন।
#kuwaitprobashi
#kuwaitprobashipage
লেখকঃ সাইফ আল রুবেল
Dhaka, Bangladesh শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:18 AM |
Sunrise | 6:39 AM |
Zuhr | 12:00 PM |
Asr | 3:00 PM |
Magrib | 5:20 PM |
Isha | 6:41 PM |