আজ মঙ্গলবার | ২৩শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |৭ই রজব, ১৪৪৬ হিজরি | সকাল ৬:৩৭
কৃষ্ণ সাগরের দেশগুলির মধ্যে ‘সহযোগিতা’ বাড়ানোর জন্য একটি কূটনৈতিক শীর্ষ সম্মেলনের আয়োজন করা হয়েছিলো। কিন্তু সেখানে রাশিয়া এবং ইউক্রেন উভয়ের অংশগ্রহণ বৈঠকের উত্তাপ বেশ খানিকটা বাড়িয়ে দিলো। ইউক্রেনীয় এবং রাশিয়ান প্রতিনিধিদের নিয়ে উত্তেজনাপূর্ণ কূটনৈতিক শীর্ষ সম্মেলন প্রথম কয়েক ঘন্টার মধ্যেই দুবার সহিংসতায় পরিণত হয়েছিল।
ফুটেজে দেখা গেছে যে বৃহস্পতিবার সন্ধ্যায় তুরস্কের আঙ্কারায় ব্ল্যাক সি ইকোনমিক কোঅপারেশন অ্যাসেম্বলিতে একজন ইউক্রেনীয় এমপি একজন রুশ কর্মকর্তাকে ঘুষি মারছেন। একজন রাশিয়ান কর্মকর্তা সমাবেশের ঠিক পরে টিভিতে সাক্ষাৎকার দেবার সময় অলেক্সান্ডার মারিকোভস্কি তার পিছনে একটি ইউক্রেনীয় পতাকা উড়িয়ে দেন। রাশিয়ার প্রতিনিধিদলের সেক্রেটারি ভ্যালেরি স্ট্যাভিটস্কি তখন মারিকোভস্কির কাছ থেকে পতাকাটি কেড়ে নিয়ে সেটি ছিঁড়ে দেন। মারিকোভস্কি তখন স্ট্যাভিটস্কির দিকে তেড়ে যান এবং সজোরে তাঁকে একটি ঘুষি মারেন। গোটা ভিডিওটি তিনি গর্বিতভাবে সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছেন। পরিস্থিতি বেগতিক দেখে তুর্কি নিরাপত্তা রক্ষীরা এগিয়ে আসেন।
এর আগে, সমাবেশ চলাকালীন একই ধরণের আরেকটি হাতাহাতি হয়েছিল। রাশিয়ান প্রতিনিধি ওলগা টিমোফিভার একটি বক্তৃতার সময় একটি ইউক্রেনের পতাকা উত্তোলন করা হয়েছিলো।
রুশ কর্মকর্তারা হাতাহাতি থামানোর চেষ্টা করতে গেলে তাদের বাধা দেন সেখানে উপস্থিত আরো দুই ইউক্রেনিয়ান।রাশিয়ান মিডিয়া দাবি করেছে যে স্ট্যাভিটস্কিকে তাঁর শারীরিক অবস্থা পরীক্ষা করার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। ইউক্রেন বা রাশিয়া উভয় পক্ষই আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করতে চাননি।
সূত্রঃ metro.co.uk
Dhaka, Bangladesh মঙ্গলবার, ৭ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:22 AM |
Sunrise | 6:42 AM |
Zuhr | 12:05 PM |
Asr | 3:07 PM |
Magrib | 5:27 PM |
Isha | 6:47 PM |