আজ শনিবার | ২০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ৪ঠা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |৪ঠা রজব, ১৪৪৬ হিজরি | বিকাল ৩:৩৬
ময়মনসিংহ:- ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার গাজিরভিটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান দেলোয়ার হোসেনের বিরুদ্ধে দুলাল মিয়া (৭১) নামে এক কৃষককে রশি দিয়ে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে।
গত সোমবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার গাজিরভিটা ইউনিয়নের তেতুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
আহত বৃদ্ধ উপজেলার গাজিরভিটা ইউনিয়নের তেতুলিয়া গ্রামের মৃত আসমত আলী ফকিরের ছেলে দুলাল মিয়া।
জানা গেছে, দরিদ্র ওই কৃষকের জমি থেকে মাটি নিতে চেয়েছিলেন ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন। কিন্তু ফসলি জমি থেকে মাটি দিতে রাজি হচ্ছিলেন না বৃদ্ধ। এ নিয়ে চেয়ারম্যান তাকে অনেকবার ধমকও দেন। তাতেও কাজ না হওয়ায় ক্ষেপে যান তিনি।
পরে সোমবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে বৃদ্ধ দুলালকে গ্রাম-পুলিশের সহায়তায় নিজের গাড়িতে তুলে নেন চেয়ারম্যান। পরে ইউনিয়ন পরিষদে নিয়ে বেঁধে ঘণ্টাখানেক মারধর করা হয়। চেয়ারম্যান নিজেও লাঠি দিয়ে পেটান তাকে। এ ঘটনায় দুলাল মিয়া সোমবার রাতেই চেয়ারম্যানকে আসামি করে থানায় মামলা করেছেন।
ভুক্তভোগী দুলাল মিয়া বলেন, এই বয়সে চেয়ারম্যান আমাকে মেরেছে। কারণ আমার জমি থেকে মাটি নেয়ার প্রতিবাদ করেছি বলে। তবে আমার আইনের প্রতি বিশ্বাস আছে। আমি ইউপি চেয়ারম্যানের কঠোর শাস্তি দাবি করছি।
ঘটনার পর থেকে ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেনের মোবাইল নম্বরটি বন্ধ রয়েছে। এদিকে মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) হাসপাতালে দুলাল মিয়াকে দেখতে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম।
তিনি বলেন, বৃদ্ধের শরীরে আঘাতের অনেক চিহ্ন রয়েছে। জমির মাটি না দেয়ায় এভাবে নির্যাতন অমানবিক। বিষয়টি জানিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে জেলা প্রশাসনের কাছে চিঠি দিয়েছি।
এ বিষয়ে হালুয়াঘাট থানার ওসি শাহিনুজ্জামান খান বলেন, দুলাল মিয়াকে নির্যাতনের ঘটনায় মামলা হয়েছে। তাকে গ্রেপ্তারে চেষ্টা চলছে। ভুক্তভোগী কৃষক স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।
Dhaka, Bangladesh শনিবার, ৪ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:21 AM |
Sunrise | 6:42 AM |
Zuhr | 12:03 PM |
Asr | 3:05 PM |
Magrib | 5:25 PM |
Isha | 6:46 PM |