আজ শনিবার | ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১১ই রজব, ১৪৪৬ হিজরি | রাত ৮:৫৭
বিডি দিনকাল ডেস্ক :- আজ ০২ অক্টোবর ২০২১, শনিবার সকালে রাজধানীর নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয়তাবাদী কৃষকদলের নবগঠিত কমিটির সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন এবং সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলসহ নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন-ময়মনসিংহ উত্তর, খুলনা, ঝিনাইদহ, মুন্সিগঞ্জ, ঝালকাঠি ও হবিগঞ্জ জেলা এবং ডিপ্লোমা কৃষিবিদ এর নেতৃবৃন্দ।
শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে কৃষিবিদ হাসান জাফির তুহিন এবং শহিদুল ইসলাম বাবুল জেলা নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে বলেন, অতীতের মতোই জাতীয়তাবাদী কৃষকদল স্বৈরাচারবিরোধী আন্দোলন-সংগ্রামে বলিষ্ঠ ভূমিকা পালন করতে দৃঢ় প্রতিজ্ঞ। নেতৃবৃন্দকে উদ্দেশ্য করে নেতৃদ্বয় বলেন, কেবলমাত্র ঘরের মধ্যে বসে থেকে বক্তব্য-বিবৃতি দিলে হবে না, তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী এবং কৃষকদের সম্পৃক্ত করে রাজপথের আন্দোলনকে বেগবান করতে হবে। তাহলেই বর্তমান সরকারের চলমান ভয়াবহ দুঃশাসন থেকে মুক্তি এবং দেশনেত্রীর মুক্তি তরান্বিত হবে।প্রেস বিজ্ঞপ্তি
Dhaka, Bangladesh শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:06 PM |
Asr | 3:09 PM |
Magrib | 5:30 PM |
Isha | 6:50 PM |