আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ৮:৪৬
আবুবকর সিদ্দিক,জয়পুরহাট প্রতিনিধিঃজাতীয় সংসদের হুইপ ও বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি বলেছেন বিগত ১৫ বছর ধরে জয়পুরহাটের উন্নয়নে ব্যাপক কাজ হয়েছে। রাস্তা-ঘাট, স্কুল কলেজ, অফিস আদালত সবকিছুতেই উন্নয়নের ছোঁয়া লেগেছে। আমাদের জয়পুরহাট কৃষি নির্ভর এলাকা। এখানে ভারী প্রতিষ্ঠান গড়ে না ওঠলেও সম্ভাবনা ছিল পোল্ট্রী সেক্টর ঘিরে। কিন্তু নানা কারণে সেটিও এখন মুখ থুবরে পড়ার অবস্থা। এলাকার অবকাঠামোগত উন্নয়ন হলেও কর্মসংস্থান বাড়েনি। আমাদের বড় চ্যালেঞ্জ এখন কর্মসংস্থানের। আর এটি করতে হলে আমাদের কৃষি নির্ভর শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে। কৃষি নির্ভর শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে পারলে উদ্যোক্তারা যেমন লাভবান হবেন, তেমনি কর্মসংস্থানও বাড়বে। এ ছাড়া ফ্রিল্যান্সিং এর মাধ্যমেও বিদেশ থেকে আয় করা সম্ভব। এ জন্য পরিকল্পনা মাফিক জেলায় ৫০ হাজার দক্ষ ফ্রিল্যান্সার তৈরির লক্ষ্য নিয়ে আমরা কাজ শুরু করেছি। ইতোমধ্যে প্রাথমিক কাজ শেষ হয়েছে।
শনিবার সন্ধ্যায় জয়পুরহাট শহরের সবুজনগর এলাকায় জাকস ফাউন্ডেশনের সম্মেলন কক্ষে জেলা এনজিও সমন্বয় কমিটির আয়োজনে জয়পুরহাটের উন্নয়নে বেসরকারি সংস্থার প্রধানগণের সাথে মতবিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
জেলা এনজিও সমন্বয় কমিটির সভাপতি ও জাকস ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক নুরুল আমিনের সভাপতিত্বে মত বিনিময় অনুষ্ঠানে তিনি আরো বলেন,মাননীয় প্রধানমন্ত্রী উন্নয়ন মাতা দেশরতœ শেখ হাসিনা বাংলাদেশকে অনেক দুর এগিয়ে নিয়ে গেছেন। তিনি এদেশকে ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছেন। স্বপ্নের পদ্মাসেতু,কর্ণফুলি ট্যানেল, মেট্রারেল সহ দেশের বড় বড় অবকাঠামো নির্মাণের সক্ষমতার চিত্র তুলে ধরে তিনি বলেন,বিগত ১৫ বছরে সারা দেশে ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। সারা বিশ্বে বাংলাদেশ একটি আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পেয়েছে। দেশের বেইজ্ড তৈরি হয়েছে। এখন শুধু আয় হবে। ঠিক সেই মুহুর্তে দেশ বিরোধীরা নানা ষড়যন্ত্র শুরু করেছে। আমাদের সবচেয়ে বড় ভয় হলো হুজুগ। বাজারে ক্রাইসিস সৃষ্টি করার জন্য কখনো লবন,কখনো রাসায়নিক সার সঙ্কটের হুজুগ তুলেও তারা ব্যর্থ হয়েছে।
মতবিনিময় অনুষ্ঠানে জেলার আদিবাসী সম্প্রদায়ের মাতৃভাষা রক্ষায় গবেষণা কেন্দ্র স্থাপন,পোল্ট্রী খাত রক্ষায় মাংস সংরক্ষণে হিমাগার স্থাপন,মৎস্য খাতে আয় বৃদ্ধির জন্য লাইফ গাড়ির ব্যবস্থা করা,কৃষি গবেষণাগার স্থাপনে সহযোগীতা এবং ইতোমধ্যে জেলার বেসরকারি সংস্থা থেকে বিভিন্ন পেশায় প্রশিক্ষণ নেওয়া বেকার ছেলে-মেয়েদের কর্মসংস্থানে সহযোগীতার দাবি জানানো হয়।
বক্তব্য রাখেন জেলার বেসরকারি সংস্থা এনডিসির নির্বাহী পরিচালক কামরুজ্জামান সাজু, জেলা এনজিও সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক ও এহেড সোশ্যাল অর্গানাইজেশন এর নির্বাহী পরিচালক মতিনুর রহমান, মোতরাজ গ্রাম উন্নয়নের নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম শাহীনচৌধুরী,আদিবাসী নেত্রী হৈমন্তী সরকার, সুজন কুমার প্রমুখ।
অনুষ্ঠানে জেলার অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট (এডিএম) আবুল কালাম আজাদ,সাবেক মেয়র আবদুল আজিজ মোল্লা আওয়ামীলীগের জেলা কমিটির শীর্ষ নেতৃবৃন্দ ছাড়াও পাঁচ উপজেলার চেয়ারম্যান ও মেয়রগণ উপস্থিত ছিলেন।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |