আজ শুক্রবার | ৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১৭ই রজব, ১৪৪৬ হিজরি | সকাল ১১:৫০
ডেস্কঃ- ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে নিয়াজ মোর্শেদ (৩২) নামের এক হাজতির মৃত্যু হয়েছে। শুক্রবার (০৫ নভেম্বর) রাত আটটার দিকে ঘটনাটি ঘটে। কারাগারে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে নয়টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। নিহত নিয়াজ মোর্শেদ জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (এএসপি) আনিসুল করিম হত্যা মামলার আসামি ছিলেন। এছাড়া তিনি ‘মাইন্ড এইড’ হাসপাতালের পরিচালক।
নিয়ে আসা কারারক্ষী মারুফ জানান, কেন্দ্রীয় কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের পিতার নাম মজিবুর রহমান। সে হাজতি ছিলেন হাজতি নম্বর ৪০৬৫৭/২১ এর বেশি আমরা কিছু বলতে পারব না। আমাদের জেল কর্তৃপক্ষের কাছে জেনে নিবেন।
ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) সিনিয়র জেল সুপার সুভাষ কুমার ঘোষ গণমাধ্যমকে জানান, পুলিশ কর্মকর্তা হত্যা মামলায় নিয়াজ মোর্শেদ হাজতি হিসেবে কারাগারে ছিলেন। তবে তিনি প্যারালাইসিস রোগে আক্রান্ত ছিলেন। শুক্রবার অসুস্থ অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উল্লেখ্য, ২০২০ সালের ৯ নভেম্বর সকালে আদাবরের মানসিক রোগ নিরাময় কেন্দ্রে চিকিৎসা নিতে গিয়ে হাসপাতালে কর্মচারীদের পিটুনিতে এএসপি আনিসুল করিম মারা যান। ঘটনার পর পুলিশ জানায়, হাসপাতালের কর্মচারীদের পিটুনিতে আনিসুল মারা যান। তার মৃত্যু অনাকাঙ্ক্ষিত নয়, এটি হত্যাকাণ্ড। এরপর এ ঘটনায় হত্যা মামলা হলে নিয়াজ মোর্শেদকে গ্রেপ্তার করা হয়।
Dhaka, Bangladesh শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:08 PM |
Asr | 3:13 PM |
Magrib | 5:34 PM |
Isha | 6:54 PM |