আজ বুধবার | ১৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১লা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১লা রজব, ১৪৪৬ হিজরি | রাত ৮:১৩
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জনসমাবেশকে কেন্দ্র করে গত ১৮ই অক্টোবর বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের যুগ্ম-সাধারণ সম্পাদক কাজী জিয়া উদ্দিন বাসিতকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর ডিবি পুলিশ অস্ত্র উদ্ধারের মনগড়া নাটক তৈরি করে এবং আদালতের মাধ্যমে ৩ (তিন) দিনের রিমান্ডে নেয়। ইদানিংকালে ছাত্রনেতাদের গ্রেফতারের পর অস্ত্র উদ্ধারের যে নাটক তৈরি করছে অতিউৎসাহী ডিবি সদস্যরা, এই ঘটনাও সেই পরিকল্পনার ভিন্ন কিছু নয়। ছাত্রনেতাদের কেন্দ্র করে কেন অস্ত্র উদ্ধারের ভুয়া কাহিনী সাজানো হচ্ছে, এসব অস্ত্র কোথা থেকে আসছে, এগুলো আজ ছাত্র সমাজের কাছে আলোচিত প্রশ্ন। এই বিষয়টিও এইমুহুর্তে স্পষ্ট যে, জালিম ও গণবিরোধী সরকারের বিরুদ্ধে দেশের ছাত্র ও যুব সমাজকে ব্যাপকভাবে রাজপথে নেমে আসতে দেখে অবৈধ সরকারের আজ্ঞাবহ কিছু দলবাজ পুলিশ সদস্য জাতীয়তাবাদী ছাত্রদলের শীর্ষ নেতাদের বিরুদ্ধে গ্রেফতার অভিযান শুরু করেছে। সেক্ষেত্রে আগামীতেও এধরণের গণগ্রেফতার অভিযান এবং মনগড়া নাটকের আশঙ্কা উড়িয়ে দেয়া যায় না।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল কাজী জিয়া উদ্দিন বাসিতের গ্রেফতার ও অবৈধ রিমান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এবং অবিলম্বে বাসিতসহ সকল রাজবন্দীর নিঃশর্ত মুক্তি দাবি করেছেন।
Dhaka, Bangladesh বুধবার, ১ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:20 AM |
Sunrise | 6:41 AM |
Zuhr | 12:02 PM |
Asr | 3:03 PM |
Magrib | 5:23 PM |
Isha | 6:44 PM |