আজ সোমবার | ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১৩ই রজব, ১৪৪৬ হিজরি | সকাল ৬:০০
কামরুল হাসান বাবলু :-গতকাল বৃহস্পতিবার (৩১ মার্চ) বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিএনপি আয়োজিত স্বাধীনতা দিবসের আলোচনায় সভা অনুষ্ঠিত হয়।বিএনপির অন্যতম ভ্যান গার্ড হিসেবে আরেকবার প্রমাণিত হলো জাতীয়তাবাদী ছাত্র দলের উপস্থিতি ।
ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল নিজেই অনুষ্ঠানের শুরু এবং মাঝে মাঝে নানা স্লোগানে ধরেন । আর এর সাথে অন্নান্ন নেতা কর্মীরাও স্বতঃস্পুর্ত ভৱে কণ্ঠ মেলান ।এই ভাবে পুরো অনুষ্ঠানটি উজ্জীবিত করে রাখে ভ্যান গার্ড হিসেবে পরিচিত ছাত্র দলের নেতা কর্মীরা ।
বিএনপি আয়োজিত এই অনুষ্ঠানে দুপুর ১২টার আগেই ইঞ্জিনিয়ার ইনিস্টিটিটিউটের হলের উপর ও নিচে অবস্থান নেয় সাইফের নেতৃত্বে বিভিন্ন ইউনিট ও বিশ্ববিদ্দালয় ও কলেজের নেতা কর্মীরা ।।
এদিকে এই অনুষ্ঠানে বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থায়ী কমিটির অন্যতম সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।আরো বক্তব্য রাখেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, আব্দুস সালাম, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, জাতীয়তাবাদী যুবদলের সিনিয়র সহ-সভাপতি মোর্তাজুল করিম বাদরু, মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান প্রমুখ।
Dhaka, Bangladesh সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:07 PM |
Asr | 3:11 PM |
Magrib | 5:32 PM |
Isha | 6:51 PM |