আজ বুধবার | ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২৩শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ২:২৪
এম, এ কাশেম, চট্টগ্রাম : উত্তর চট্টগ্রাম’র শেষ প্রান্ত এলাকা ধুমঘাট ব্রীজ সংলগ্ন বিসিক শিল্পনগরী নিজকুঞ্জরায় শিল্প মালিকদের সাথে বিসিক শিল্পনগরী শিল্প মালিক সমিতি বাংলাদেশ এর কেন্দ্রীয় নের্তৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা শনিবার (১৭ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হয়েছে। নিজকুঞ্জরা বিসিকস্থ ক্যাঙ্গারু ফুটওয়্যার ইন্ডাষ্ট্রিজ লিঃ এর সেমিনার হলে উক্ত সভা সম্পন্ন হয়। নিজকুঞ্জরা বিসিক শিল্পমালিক সমিতির সদস্য সচিব মোঃ আশরাফ উদ্দিন’র উপস্থাপনায় ও সংগঠনে আহবায়ক সৈয়দ আনিছুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ মহিউদ্দিন শেখ। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ড. মোঃ বেলাল উদ্দিন আহমেদ, সিনিয়র সহ-সভাপতি হোসেন এ শিকদার, সহ-সভাপতি সাইফুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক শরীফ আজমল হোসেন এবং সহ-সাধারণ সম্পাদক সেলিম খান।
এ সময় বিসিক শিল্পনগরী নিজকুঞ্জরার পক্ষে উপস্থিত শিল্প উদ্যোক্তাগণ নিজকুঞ্জরা বিসিকের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও করণীয় শীর্ষক বিভিন্ন মতামত ব্যক্ত করেন। আমন্ত্রিত কেন্দ্রীয় কমিটির নের্তৃবৃন্দ সকল সমস্যা সমাধানকল্পে বিসিক সহ বিভিন্ন দপ্তরের সাথে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। এ সময় প্রধান অতিথি সকল শিল্প উদ্যোক্তাকে ঐক্যবদ্ধ থেকে পারষ্পরিক যোগাযোগ ও সম্পর্ক স্থাপনের মাধ্যমে সংগঠনকে শক্তিশালী করার জন্য ও আহবান জানান।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এশিয়া স্টোন টাইলস ইন্ডাষ্ট্রিজ এর মোঃ আজিজুল হক বাবু, হীরা বিস্কুট এর মোঃ আনোয়ার হোসেন, ইউরো এগ্রোভেট এর শেখ মোঃ মাহমুদ হোসেন, পাইওনিয়ার গ্রীজ এর মোঃ জুলকর নাইন মজলিশ, নিটল মটরস লিঃ এর পক্ষে মো} জাহেদ হোসাইন, পিমা বাংলাদেশ এর মোঃ শাহাদাত হোসেন মানিক, সাগর ফুড এর মো} মোকছুদুল আলম এবং এস.কে ইন্ডাষ্ট্রিজ এর স্বপন কুমার দাস প্রমুখ।
Dhaka, Bangladesh মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:38 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |