আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ৪:৩৯
মনির হোসেন জীবন- রাজধানী ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকা থেকে ৫৭৫ পিস ভয়াবহ মাদক নেশা জাতীয় ইনজেকশন “বুপ্রেনরফিন”সহ কুখ্যাত এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
র্যাব বলছে, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম মোঃ বোরহান উদ্দিন (৩৯)। সে দিনাজপুর জেলার হাকিমপুর বইগ্রাম, দক্ষিণপাড়া মৃত আরশেদ আলীর পুত্র।
আজ দুপুরে র্যাব-১০ এর সিনিয় সহকারী পরিচালক আমিনুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১০ এর একটি চৌকস দল মঙ্গলবার রাতে ঢাকা জেলার কেরাণীগঞ্জ মডেল থানার আমীরাবাগ এলাকায় একটি ঝটিকা অভিযান চালিয়ে ৫৭৫ পিস নেশাজাতীয় বুপ্রেনরফিন ইনজেকশনসহ মো: বোরহান উদ্দিন (৩৯) নামে এক জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়।
তিনি আরো জানান, জব্দকৃত মাদকের বাজার মূল্য আনুমানিক ২ লাখ ৮৭ হাজার ৫শ টাকা। এসময় তার নিকট থেকে ১টি মোবাইল ফোন ও নগদ- ১ হাজার টাকা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত আসামী বোরহান উদ্দিন একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে বুপ্রেনরফিন ইনজেকশনসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।
র্যাবের অনুসন্ধানে জানা যায়, এই বুপ্রেনরফিন ইনজেকশন সাধারণত রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শে ব্যথানাশক হিসেবে শরীরে প্রয়োগ করায়। তবে, বর্তমানে নির্দিষ্ট পরিমাণের চেয়ে অধিক পরিমাণ নেশাদ্রব্য উপাদান মিশিয়ে মাদক হিসেবে এটি বাজারে সরবরাহ করা হচ্ছে। বুপ্রেনরফিন ইনজেকশন সরাসরি ভেইনে নেয়া হয়। এই ভয়াবহ বুপ্রেনরফিন ইনজেকশনটি নেয়ার সঙ্গে সঙ্গে ব্যবহারকারীর শরীরে নেশার প্রতিক্রিয়া দেখা দেয়। বিশেষ করে প্যাথেডিন এবং হেরোইন নিয়েও যাদের কাজ হয় না, তারা এই ভয়াবহ মাদকটি ব্যবহার করে বলে জানা যায়।
তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মাদক মামলা দায়ের এবং তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা রয়েছে বলে জানান র্যাবের এ কর্মকর্তা।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |