আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ১০:২৩
মনির হোসেন জীবন/ শফিকুল ইসলাম: ঢাকা জেলার দক্ষিন কেরানীগঞ্জ এলাকা থেকে বিস্ফোরক দ্রব্যসহ এক জন নাশকতাকারীকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। র্যাব জানিয়েছে, গ্রেফতারকৃত ব্যক্তির নাম গুল মোহাম্মদ ওরফে আনোয়ার (৫০)। সে ঢাকা জেলার দক্ষিন কেরানীগঞ্জ থানার শুভাঢ্যা উত্তরপাড়া গ্রামের মৃত সাচ্চু মিয়ার পুত্র।
আজ বুধবার র্যাব-১০ এর সিনিয়র সহকারি পুলিশ সুপার ও সিনিয়র সহকারি পরিচালক এম, ফকরুল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব- ১০ এর একটি দল গতকাল মঙ্গলবার বিকেল ৫ টার দিকে ঢাকা জেলার দক্ষিন কেরানীগঞ্জ থানার শুভাঢ্যা উত্তরপাড়া এলাকায় একটি অভিযান চালিয়ে বিস্ফোরক দ্রব্যসহ আনোয়ারকে গ্রেফতার করতে সক্ষম হয়।
তিনি আরো জানান, এসময় তার নিকট থেকে ৪০০ গ্রাম গানপাউডার (বিষ্ফোরক) ও ২৫০ গ্রাম কাঁচের গুড়া জব্দ ও ১টি মোবাইল ফোন উদ্ধারমূলে জব্দ করা হয়। র্যাব বলছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত আনোয়ার (ব্যক্তি) বিস্ফোরক দ্রব্য দ্বারা ককটেলসহ বোমা তৈরি করে সরকার বিরোধী মিছিল সমাবেশে ব্যবহারের লক্ষ্যে প্রস্তুতি নিচ্ছিল। সে একজন নাশকতাকারী কর্মী বলে জানা যায়। গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং তাকে থানায় সোপর্দ করা হয়েছে।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |