আজ বুধবার | ২৪শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |৮ই রজব, ১৪৪৬ হিজরি | সকাল ১০:২৪
বিডি দিনকাল ডেস্ক:- ঢাকাস্থ কানাডিয়ান হাইকমিশনার লিলি নিকোলস বলেছেন, কে সরকার চালাবে নির্বাচনের মাধ্যমে নাগরিকদের তা বেছে নেওয়ার সুযোগ দেওয়া হয়। আজ (বৃহস্পতিবার) বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলটির জ্যেষ্ঠ নেতাদের সাথে বৈঠকে তিনি এমন মন্তব্য করেছেন বলে জানিয়েছে ঢাকাস্থ কানাডিয়ান হাইকমিশন।
বৈঠকে বিএনপি প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।
অন্যদিকে, কানাডিয়ান হাইকমিশনারের সাথে ছিলেন হাইকমিশনের রাজনৈতিক কাউন্সিলর ব্র্যাডলি কোটস।
সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে বৈঠকের ছবি পোস্ট করে হাইকমিশন জানিয়েছে সেখানে হাইকমিশনার লিলি নিকোলস বলেছেন, আসন্ন নির্বাচনে বাংলাদেশের নাগরিকদের নিজেদের ভবিষ্যত বেছে নেওয়ার জন্য বিস্তৃত পরিসরে কথা বলার, বিতর্ক ও সংলাপের প্রত্যাশা করে কানাডা।
এদিকে বৈঠক শেষে সাংবাদিকদের বিস্তারিত জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমির খসরুমাহমুদ চৌধুরী ।
কানাডিয়ান দূতাবাসের প্রতিনিধি দল গুলশানে বিএনপির চেয়ারপারসন এর কার্যালয়ে আসলে তাদেরকে স্বাগতম জানান চেয়ারপারসন অফিসের কর্মকর্তারা ।
Dhaka, Bangladesh বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:22 AM |
Sunrise | 6:42 AM |
Zuhr | 12:05 PM |
Asr | 3:07 PM |
Magrib | 5:28 PM |
Isha | 6:48 PM |