আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ৯:১০
নিজস্ব প্রতিবেদক: বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক বলেছেন,ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরশাসকের পতন ঘটিয়ে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। সেই বাংলাদেশে যেন কোন স্বৈরাচারের আর্বিভাব আর না ঘটে।
তিনি বলেন, আমরা চাই দেশে একটি সুস্থ ধারার রাজনীতি ফিরে আসুক। যে সুস্থ ধারার রাজনীতির মাধ্যমে বাংলাদেশকে একটি সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে তুলতে হবে।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র মরহুম আরাফাত রহমান কোকোর ৫৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে এক মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।
আজ সোমবার বাদ আসর রাজধানীর পল্লবীর ডি ব্লক বায়তুল আজমত জামে মসজিদে বাদ আসর থানা বিএনপির উদ্যোগে এ মিলাদ ও দোয়া মাহফিলে দলের সকল স্তরের স্হানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এছাড়াও মোহাম্মদপুর বছিলার বড় মসজিদে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের ও স্হানীয় মুসুল্লিয়ান ও মাদ্রাসার এতিম বাচ্চারা দোয়া ও মিলাদ মাহফিলে শরীক হন।দোয়া ও মিলাদ মাহফিলের সার্বিক তত্বাবধানে ছিলেন বিএনপি ঢাকা মহানগর উত্তরের মোহাম্মদপুর থানা কমিটির অন্যতম যুগ্ম আহবায়ক এম এস আহমাদ আলী।
আদাবর থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক সাদেক হোসেন স্বাধীন ৩০নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ সালাম হাওলাদার ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বিশ্বাস এর সার্বিক তত্ত্বাবধানে স্হানীয় মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ভাটারা থানা বিএনপির ৪০ নম্বর ওয়ার্ডের সভাপতি জাহাঙ্গীর আলম হাতি ও সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান সরদার এর সার্বিক তত্বাবধানে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
কোকোর জন্মদিন উপলক্ষে বিএনপির কর্মসূচি অনুযায়ী ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে ২৬ টি থানা ও ৭১ টি ওয়ার্ডের স্ব-স্ব মসজিদে আসরের নামাজের পর মরহুমের রূহের মাগফিরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
প্রতিটি দোয়া মাহফিলে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, সাধারণ জনতা ও মুসল্লীয়ানরা মরহুমের আত্নার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন।
উল্লেখ্য যে, ২০১৫ সালের ২৪ জানুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে ৪৫ বছরে মালয়েশিয়ার কুয়ালালামপুরে মারা যান কোকো।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |