আজ রবিবার | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সন্ধ্যা ৭:৪৭
বিডি দিনকাল ডেস্ক : ঢাকা মহানগর উত্তর ক্যান্টনমেন্ট থানা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক (২য়) তারিকুর রাজ্জাক এর মাতা রাজিয়া রাজ্জাক আজ সকাল ৯ টায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। রাজিয়া রাজ্জাক এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য, সাবেক এমপি, সাবেক মন্ত্রী, ডাকসু’র সাবেক ভিপি ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক জনাব আমান উল্লাহ আমান এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক জনাব আমিনুল হক।
আজ এক শোকবার্তায় নেতৃদ্বয় বলেন, “ঢাকা মহানগর উত্তর ক্যান্টনমেন্ট থানা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক (২য়) তারিকুর রাজ্জাক এর মাতা রাজিয়া রাজ্জাক এর মৃত্যুতে আমরা তার পরিবার-পরিজনদের প্রতি গভীর সহমর্মিতা জ্ঞাপন করছি। পরহেজগার নারী হিসেবে মরহুমা রাজিয়া রাজ্জাক তার নিজ এলাকার মানুষের নিকট শ্রদ্ধাভাজন ছিলেন। মহান রাব্বুল আলামীন এর দরবারে দোয়া করি তিনি যেন তাকে জান্নাত নসীব এবং শোকার্ত পরিবারের সদস্যদেরকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন।”
নেতৃদ্বয় শোকবার্তায় মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।
ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য দপ্তর (গণমাধ্যম) দায়িত্বে এ বি এম এ রাজ্জাক সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় ।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |