আজ রবিবার | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ১০:৫১
বিডি দিনকাল ডেস্ক : বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব, ক্রিকেট বোর্ডের নির্বাচিত সাবেক পরিচালক, ভিক্টোরিয়া ক্লাবের সাবেক সভাপতি গুণী ক্রীড়াবিদ শফিকুর রহমান মুন্না আজ সকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। শফিকুর রহমান মুন্না’র মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ ফুটবলের দলের সাবেক অধিনায়ক কৃতি ফুটবলার ও ঢাকা মহানগর উত্তর বিএনপি’র সদস্য সচিব ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক জনাব আমিনুল হক।
আজ এক শোকবার্তায় নেতৃদ্বয় বলেন, “বিশিষ্ট ক্রীড়াবিদ শফিকুর রহমান মুন্না’র মৃত্যুতে আমি তাঁর শোকাহত পরিবার-পরিজন ও শুভাকাঙ্খীদের প্রতি গভীর সহমর্মিতা জ্ঞাপন করছি। মরহুম মুন্না বাংলাদেশ ক্রিটেটের এক অবিসংবাদিত নাম। তিনি ক্রিকেটের উন্নয়নের অভূতপূর্ব অবদান রেখেছেন। আর এজন্য তিনি ক্রীড়ামোদীদের নিকট চিরস্মরণীয় হয়ে থাকবেন। তাঁর মৃত্যুতে বাংলাদেশ একজন স্বনামধন্য ক্রীড়া সংগঠক ও ক্রীড়াবিদকে হারালো যার অভাব সহজে পূরণ হবার নয়। ক্রীড়া ক্ষেত্রে মরহুম মুন্নার অবদান তাঁর সতীর্থ ক্রিকেটারদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।
আমি শফিকুর রহমান মুন্না’র রুহের মাগফিরাত কামনা করছি এবং এবং শোকার্ত পরিবারবর্গ, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।”
ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য ও দপ্তর গণমাধ্যম’র চলতি দায়িত্ব প্রাপ্ত এ বি এম এ রাজ্জাক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় ।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |