আজ শনিবার | ২০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ৪ঠা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |৪ঠা রজব, ১৪৪৬ হিজরি | বিকাল ৫:৫২
ক্রেমলিন সমালোচক অ্যালেক্সি নাভালনির মৃত্যুর জন্য রাশিয়াকে দায়ী করেছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা। মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিস বলেছেন, নাভালনি যদি সত্যিই মারা যান তাহলে এটি হবে পুতিনের বর্বরতার আরও একটি চিহ্ন। জার্মানিতে বার্ষিক মিউনিখ নিরাপত্তা সম্মেলনে তিনি বলেন, আমি পরিষ্কার করে বলছি, এর জন্য রাশিয়া দায়ী।
হ্যারিসের আগে বক্তব্য দেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। তিনি বলেন, যদি নাভালনির মৃত্যুর খবর সঠিক হয়, তাহলে এটি রাশিয়ার দুর্বলতা ও পচন ধরাকে নিশ্চিত করে। নাভালনির মৃত্যুর জন্য রাশিয়া দায়ী। এদিকে হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা জ্যাক সুলিভান ব্রডকাস্টার এনপিআরকে বলেছেন যে, ওয়াশিংটন এখনও নাভালনির মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়ার চেষ্টা করছে।
এর আগে শুক্রবার রাশিয়ার কারাগারে মারা যান ক্রেমলিন বিরোধী ব্যক্তিত্ব অ্যালেক্সি নাভালনি। তার মৃত্যুর জন্য রুশ কর্তৃপক্ষকে দায়ী করেছেন ইউরোপিয়ান কমিশনের সভাপতি উরসুলা ফন দের লিয়েন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দাবি, পুতিনই হত্যা করেছেন নাভালনিকে। জেলেনস্কি বলেন, স্পষ্টতই তিনি পুতিনের হাতে মারা গেছেন। আরও হাজার হাজার মানুষ পুতিনের হাতে নির্যাতিত হয়েছেন।
এক্সে বৃটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক নাভালনির মৃত্যুকে ‘ভয়ানক খবর’ বলে আখ্যায়িত করেছেন।
পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী রাডোস্লা সিকোরস্কি রাষ্ট্রীয় বার্তা সংস্থা পিএপিকে বলেছেন, নাভালনি সমস্ত রাশিয়ান গণতন্ত্রের নায়ক ও প্রতীক। ইতালির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্তোনিও তাজানি বলেন, কয়েক বছর ধরে কারাগারে নিপীড়নের পর আলেক্সি নাভালনির মৃত্যুতে আমি খুবই মর্মাহত। ইইউ কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মিশেল বলেন, আলেক্সি নাভালনি স্বাধীনতা ও গণতন্ত্রের মূল্যবোধের জন্য লড়াই করেছিলেন।
এদিকে পশ্চিমা এসব সমালোচনার জবাব দিয়েছেন রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা। তিনি বলেন, নিজেদের আচরণকেই এখন রাশিয়ার উপরে চাপিয়ে দিচ্ছে পশ্চিমারা।
উল্লেখ্য, এর আগে ২০২০ সালে বিষপ্রয়োগের ঘটনা ঘটেছিল নাভালনির ওপরে। সেসময় চিকিৎসা নিতে জার্মানি যান তিনি।
পাঁচ মাস জার্মানিতে কাটিয়ে ২০২১ সালে জানুয়ারিতে মস্কো ফেরেন তিনি। তখন তাকে আটক করা হয়। ২০১৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হিসাবে দাঁড়ানোর চেষ্টা করেছিলেন তিনি। কিন্তু প্রতারণার দায়ে দোষী সাব্যস্ত হওয়ায় তিনি প্রতিদ্বন্দ্বিতা করতে পারেননি। ২০২২ সালে তার দুর্নীতি বিরোধী ফাউন্ডেশনকে ‘বিদেশি গুপ্তচর সংস্থা’ বলে ঘোষণা করে রাশিয়া। এরপর থেকেই এই সংস্থার কর্মকাণ্ডের ওপর সরকার কঠোর নজরদারি শুরু হয়।
আলেক্সি নাভালনির জন্ম ১৯৭৬ সালের ৪ই জুন। তিনি রাশিয়ার বুটিনে জন্মগ্রহণ করেছিলেন। তিনি একজন আইনজীবী, দুর্নীতিবিরোধী কর্মী এবং রাজনীতিবিদ হিসেবে রাশিয়ায় পরিচিত মুখ হয়ে উঠেছিলেন।
Dhaka, Bangladesh শনিবার, ৪ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:21 AM |
Sunrise | 6:42 AM |
Zuhr | 12:03 PM |
Asr | 3:05 PM |
Magrib | 5:25 PM |
Isha | 6:46 PM |